Viral Video: চিড়িয়াখানায় (Zoo) গিয়ে পশুপাখিদের খাবার দেন অনেক পর্যটক। সেইসব ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি চিড়িয়াখানায় এক ওরাংওটাং (orangutan)- এর খাঁচার সামনে ভিড় করেছেন অনেক পর্যটক। সেখান থেকে এক পর্যটকের কাছে খাবার চেয়েছে ওই ওরাংওটাংটি। আর তার খাবার চাওয়ার ধরন দেখে অবাক সকলেই। নেটিজেনদের অনেকেই জানিয়েছেন এই ভাইরাল ভিডিও তারা বারবার দেখেছেন। সেই সঙ্গে তাঁরা এও জানিয়েছেন যে এই ভিডিয়ো দেখে না হেসে থাকতে পারছেন না। ট্যুইটার হ্যান্ডেল buitengebieden থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ট্যুইটারে এই অ্যাকাউন্ট থেকে নিয়মিত ভাবেই পশুপাখিদের মজাদার সব ভিডিয়ো শেয়ার করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। চিড়িয়াখানায় ঘুরতে আসা পর্যটকের কাছে ওরাংওটাং- এর খাবার চাওয়ার কায়দা দেখে অবাক সকলে। 


দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো


 






ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওরাংওটাং- এর খাঁচার সামনে এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন হাতে ফল নিয়ে। সেটার দিকেই নজর পড়েছে এই ওরাংওটাং- এর। হাত বাড়িয়ে মহিলার থেকে ফল চেয়েছে ওই ওরাংওটাংটি। তার কায়দা দেখেই অবাক হয়েছে সকলে। হাত বাড়িয়ে যেভাবে মহিলার থেকে ফল চেয়েছেন ২৬ নভেম্বর এই ভিডিয়ো ট্যুইটারে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ১.২ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওর। ক্রমশ বাড়ছে ভিডিও, কমেন্ট, লাইকের সংখ্যা। কমেন্ট বক্সে জড়ো হয়েছে বিভিন্ন মজার ভিডিয়ো। এই ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন হাত বাড়িয়ে ওভাবে ফল চেয়েছে দেখে মনে হচ্ছে ওরাংওটাংটির বেশ খিদে পেয়েছে। 


সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে হাতিদের বিভিন্ন মজার ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এক ছোট্ট হাতির কাণ্ড। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল এই ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, দৌড়তে গিয়ে ওই হস্তি শাবক আচমকাই নিজের শুঁড়ের উপর পা দিয়ে ফেলেছে। পরক্ষণেই মাথা নিচু করে কান দুলিয়ে নিজের ভুল বুঝে ফেলেছিল সে।


আরও পড়ুন- ৫৫০ মিলিয়ন বছরের পুরনো জীবাশ্মে আবিষ্কৃত বিশ্বের 'প্রাচীনতম খাবার'