নয়া দিল্লি: টিউটর খান (Tutor Khan) স্যার নামেই জনপ্রিয়তা। আসল নাম ফয়জল খান। বিহারের (Bihar) পাটনার এই বাসিন্দা একটি কোচিং সেন্টার চালান। পড়ুয়ার সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ১০ হাজারের বেশি। কিন্তু প্রশ্ন আচমকা খবরের শিরোনামে কেন তিনি? ৩০ অগাস্ট রাখি বন্ধনের দিন তিনি নাকি ৭০০০ রাখি পড়েছেন। কবজিতে ৭ হাজার রাখি পরার ছবি দেখিয়ে স্যারের দাবি বিশ্ব রেকর্ড করেছেন তিনি। 


এক জাতীয় সংবাদমাধ্যমকে ফয়জল জানান, রাখি বন্ধনের দিন হাতে ৭ হাজার রাখি বাঁধা প্রথম মানুষ তিনিই। আর এতেই ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। 


খান স্যারের কথায়, ''আমার কোনও বোন নেই। তাই নিজের ছাত্রীদের বোন পাতানোর সিদ্ধান্ত নিই। আমি হলফ করে বলতে পারি বিশ্বে আর কোনও মানুষ আমার থেকে বেশি রাখি একদিনে পরেননি।''


ইউটিউবে এক ভিডিয়ো শেয়ার করে খান স্যার দাবি করেন, রাখির ভারে নাকি হাত তোলাই দায় হয়েছে তাঁর। প্রায় আড়াই ঘন্টা ধরে চলা রাখির আনন্দে সামিল হয়েছিলেন হাজারেরও বেশি পড়ুয়া।


এমন অনেক ছাত্রী আছেন যারা তাঁর ক্লাস করার কারণেই রাখি উৎসবে বাড়ি যেতে পারেননি। পরিবার ছেড়ে দূরে রয়েছে। ভাই হয়ে তাদের সেই দুঃখে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন ফয়জল। এমনকী ভিডিয়োতে তিনি সমস্ত রাখি খুলে গুণে রাখার জন্য সাহায্যের আবেদনও জানিয়েছেন।