Viral Video: সমাজমাধ্যমে তুমুল ভাইরাল ভিডিয়ো। পুনের রাস্তায় ট্রাফিক সিগনালে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দাঁড় করিয়ে প্রকাশ্যেই মূত্রত্যাগ গাড়ি চালকের। আর এই অশালীন কার্যবিধি ধরা পড়ে এক ভিডিয়োতে, সেই ভিডিয়ো ভাইরাল হতেই পালিয়ে যান সেই গাড়ি চালক (BMW Driver)। তাঁকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার রাতেই (Pune News) পার্শ্ববর্তী সাতারা জেলা থেকে তাঁকে আটক করেছে পুনে পুলিশ। পুনের ইয়েরাওয়াড়া এলাকার শাস্ত্রীনগরে ঘটেছিল এই ঘটনাটি, এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়ে। আর তা থেকেই সমাজমাধ্যমে তা ভাইরাল (Viral Video) হয়ে যায়।
মামলা দায়ের হয়েছে চালকের নামে
ভারতীয় দণ্ডবিধি এবং মোটর ভেহিকল আইন অনুসারে সেই বিএমডব্লিউ চালকের (BMW Driver) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে সেই চালকের নাম গৌরব আহুজা। তার সঙ্গে সেই গাড়িতে (Pune News) ছিলেন আরও এক ব্যক্তি যার নাম ভাগ্যেশ অসওয়াল। জনসাধারণের রাস্তায় বিপদ সৃষ্টি, অশালীন আচরণ, দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে ভাগ্যেশ এবং গৌরব দুজনের নামেই মামলা দায়ের হয়েছে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই পুলিশ এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসে এবং এই দুই অভিযুক্তকে আটক করে। এমনটাই জানা গিয়েছে পিটিআই সংবাদমাধ্যমে।
এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে জানান, 'ভাগ্যেশ অসওয়ালকে গতকাল সন্ধেয় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং গৌরব আহুজা এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ছিলেন, পরে সেদিন রাতে তাঁকে সাতারা জেলার করদ মহকুমা থেকে আটক করা হয়। দুজনকেই মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কারণ আমাদের মনে হয়েছে সেই ঘটনার সময় তারা মত্ত এবং মদ্যপ অবস্থার ছিলেন'।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে গাড়ির সামনের সিটে বসে আছেন অসওয়াল আর গৌরব আহুজা নামের ব্যক্তিটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে মূত্রত্যাগ করছেন। তারপরেই তারা গাড়ি নিয়ে সজোরে সেই এলাকা ছেড়ে চলে যান। পরে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়েছেন গৌরব আহুজা। সেই ভিডিয়োতে তিনি জানিয়েছেন যে তাঁকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়, আগামী ৮ ঘণ্টার মধ্যেই তিনি আত্মসমর্পণ করবেন।
আরও পড়ুন: Home Loan: কম সুদের হার, আয়করে ছাড়- হোম লোনে আরও কী কী সুবিধে মহিলাদের ? জানুন বিস্তারিত