নয়াদিল্লি: হালকা গোলাপি রং। আকারে বেশ বড়। এমন একটি পাথর নিয়েই এখন হুলস্থুল। কারণ সেটি একটি হিরে। অতি বিরল গোলাপি হিরে (Pink Diamond)। এমনই একটি হিরে মিলেছে আফ্রিকার একটি হিরে সমৃদ্ধ দেশ থেকে। দেশটির নাম অ্যাঙ্গোলা। একটি সূত্রের দাবি, গত তিনশো বছরের মধ্যে এমন বড় আকারের হিরে উদ্ধার হয়নি। এখন হিরেটির ওজন ১৭০ ক্যারেট।
কোথায় মিলল এমন হিরে?
মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলা হিরে সমৃদ্ধ দেশ। সেই দেশের উত্তর-পূর্ব এলাকা হিরের জন্য বিখ্যাত। সংবাদ সংস্থা সূত্রের খবর, সেখানেই লুলো খনি (Lulo Mine) থেকে মিলেছে এমন হিরে। খনির নামের সঙ্গে মিল রেখেই, হিরেটির নাম দেওয়া হয়েছে লুলো রোজ (Lulo Rose)। ওই খনি যাঁরা পরিচালনা করে সেই সংস্থা লুকাপা ডায়মন্ড কোম্পানি (Lucapa Diamond Company) একটি বিবৃতিতে হিরেটি নিয়ে জানিয়েছে। তাদের তরফে দাবি করা হয়েছে যে লুলো রোজ এখনও পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে বড় আকারের গোলাপি হিরেগুলির মধ্যে একটি।
হিরের খুঁটিনাটি:
ওই খনির অন্যতম অংশীদার অ্যাঙ্গোলার সরকার। এই আবিষ্কারে খুশি সরকারও। সূত্রের খবর, এই হিরেটি একটি টাইপ টু এ হিরে ( Type IIa diamond)। এই ধরনের হিরে সবচেয়ে দামি হয়ে থাকে। সবচেয়ে শুদ্ধ হিরে হয় এগুলি। প্রাকৃতিক ভাবে যত হিরে পাওয়া যায় তার মাত্র ২ শতাংশ এই ধরনের হিরে হয়। সাধারণত রংহীন হয় এই হিরে।
সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে (International Market) নিলাম করে বিক্রি করা হবে এই হিরে। অ্যাঙ্গোলার (Angola) রাষ্ট্র নিয়ন্ত্রিত হিরে বিক্রির সংস্থা সোডিয়াম (Sodiam)-এর মাধ্যমে সেটি করা হবে।
আসলে কত দাম:
এই হিরের কত দাম সেটা বুঝতে গেলে আগে কেটে পালিশ করতে হবে এই হিরে। যদি কারা পর হিরের ওজন অন্তত ৫০ শতাংশ কমে যায়।
আরও পড়ুন: উপত্যকা ঢেকে যাচ্ছে মেঘে, মুহূর্তে ভাইরাল নাগাল্যান্ডের মন্ত্রীর টুইট