Viral Video: চোখে যন্ত্রণা এবং অস্পষ্ট দৃশ্যমানতার (Blurred Version) সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন এক মহিলা। আর তারপর যে ঘটনা প্রকাশ্যে এসেছে তা এখন ভাইরাল (Viral Video) নেট দুনিয়ায়। কেন ওই মহিলার চোখে সমস্যা হচ্ছিল তার আসল কারণ জানার পর চমকে গিয়েছেন নেটিজেনরা। অবাক হয়েছেন চিকিৎসক নিজেও। কারণ ওই মহিলার চোখের ভিতর থেকে উদ্ধার হয়েছে ২৩টি কনট্যাক্ট লেন্স (Contact Lenses)। একজন মানুষের চোখের ভিতরে কীভাবে এতগুলো লেন্স থাকতে পারে তা ভেবেই অবাক হয়েছেন সকলে। চিকিৎসক তাঁর রোগীকে ‘Guinness World Records Patient’ অ্যাখ্যাও দিয়েছেন।


দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও


 






ওই মহিলার চোখের ভিতর থেকে ২৩টি কনট্যাক্ট লেন্স উদ্ধার করার ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে সুদূর ক্যালিফোর্নিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সন্তর্পণে রোগীর চোখ থেকে একের পর এক কনট্যাক্ট লেন্স বের করে আনছেন চিকিৎসক। সত্যিই এই ভিডিও দেখলে শিউরে উঠতে হয়। চিকিৎসকের কথা শুনে রোগী নিজেও বিশ্বাস করতে পারেননি যে তাঁর চোখের ভিতরে ২৩টি লেন্স ছিল। চিকিৎসক জানিয়েছেন প্রায় একমাস ধরে রোগীর চোখের ভিতর আটকে ছিল এই কনট্যাক্ট লেন্সগুলি। তার ফলে লেন্সগুলো একে অন্যের সঙ্গে আটকে গিয়েছিল। ফলে সেগুলো বের করতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে ওই চিকিৎসককে। সূত্রের খবর, প্রায় ৭০-এর কাছাকাছি বয়স হয়েছিল ওই মহিলার। রোজ কনট্যাক্ট লেন্স চোখ থেকে খুলতে ভুলে যেতেন তিনি। তার জেরেই ঘটেছে এই বিপত্তি। তবে আপাতত যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন তিনি।  


আরও পড়ুন- সিঁড়ির হাতল বেয়ে দোতলায় উঠে আসছে অজগর, আতঙ্কে পরিবারের সদস্যরা