পুনে: এ এক অদ্ভুত ইন্টার্নশিপ। রাতে ভাল করে ৯ ঘণ্টা ঘুমোলেই মিলবে কয়েক লক্ষ টাকা আর সেই ইন্টার্নশিপই সম্পূর্ণ করেছেন পুনের এক ইউপিএসসি প্রার্থী। তিনিই ভারতের এখন স্লিপ চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার। বেঙ্গালুরুতে টানা ৬০ দিন ধরে আয়োজিত হয়েছিল এই স্লিপ ইন্টার্নশিপ। আর এই ইন্টার্নশিপ সম্পূর্ণ করে এই ইউপিএসসি প্রার্থী জিতে নিয়েছেন ৯.১ লক্ষ টাকার পুরস্কার। প্রতিদিন রাতেই ঘড়ি ধরে তিনি ৯ ঘণ্টা ঘুমিয়েছেন। এই ইন্টার্নশিপের জন্য আবেদন করেছিলেন সারা ভারতের ১ লক্ষেরও বেশি পড়ুয়া আর তাদের মধ্যে বেছে নেওয়া হয়েছিল ১৫ জনকে। সেই ১৫ জনের মধ্যেও সবথেকে বেশি স্কোর করেছেন এই প্রার্থী, পুনের পূজা মাধব ওয়াভাল।
মূলত এটি ছিল আয়োজক সংস্থার চতুর্থ সিজনের কনটেস্ট, ভারতের বুকে ক্রমবর্ধমান ঘুমের ঘাটতির যে সমস্যা তাঁকে চোখে আঙুল দিয়ে দেখাতেই এই কনটেস্ট আয়োজন করা হয়েছিল। ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের কন্ট্যাক্টলেস স্লিপ ট্র্যাকার দেওয়া হয়েছিল এবং তাদের ঘুমের মান পর্যবেক্ষণের জন্য ওয়েকফিট গদি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি তারা ঘুমের ওয়ার্কশপ এবং বিশ্রামের অভ্যাস উন্নত করার লক্ষ্যে চ্যালেঞ্জগুলিতে অংশ নিয়েছিল।
চূড়ান্ত প্রতিযোগীরা চোখ বেঁধে বিছানা তৈরি, অ্যালার্ম ঘড়ি খুঁজে বন্ধ করা এবং শৃঙ্খলার মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার মাধ্যমে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। ওয়াভাল ৯১.৩৬ স্কোর করে শীর্ষ পুরস্কার জিতেছেন যেখানে ১৫ জন ইন্টার্নের প্রত্যেকে ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য ১ লক্ষ টাকা করে পেয়েছেন।
আপনি কীভাবে আবেদন করতে পারবেন
ন্যূনতম বয়স- আবেদনকারীদের বয়স হতে হবে ২২ বছর বা তার বেশি।
একজন ব্যক্তি কেবল একবারই আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপের জন্য
অসম্পূর্ণ আবেদনপত্র কোনোভাবেই গ্রাহ্য হবে না।
কঠোরভাবে প্রয়োগের সময়সীমা হিসেবে বলা হয়েছে দেরিতে আবেদন জমা করলে তা বাতিল হয়ে যাবে।
আগের সিজনগুলিতে অংশগ্রহণকারীরা আর সুযোগ পাবেন না। ফলে তারা পুনরায় আবেদন করতে পারবেন না।
ওয়েকফিটের কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই ইন্টার্নশিপে অংশ নিতে পারবেন না।
সমস্ত আপডেট জানানো হবে এসএমএস, হোয়াটসঅ্যাপে এবং ইমেলে।
তথ্য ভুল দিলে প্রার্থীকে সেই মুহূর্তেই বাতিল করা হবে।
২০১৯ সালে প্রথমবার দেশে এই স্লিপ ইন্টার্নশিপ আয়োজিত হয়েছিল বলে জানা যায়। ইতিমধ্যেই ৪টি সিজন সম্পূর্ণ হয়ে গিয়েছে এই ইন্টার্নশিপের। এই প্রোগ্রামে লক্ষ লক্ষ আবেদনকারী আবেদন করেছেন। প্রতি বছর প্রতি সিজনে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্লিপ ইন্টার্ন বলা হয়। টানা ৬০ দিন ধরে ৯ ঘণ্টা করে নিয়ম মেনে ঘুমানোর জন্য এখানে টাকা দেওয়া হয়। কন্ট্যাক্টলেস ট্র্যাকার ব্যবহার করে ঘুমের মান পর্যবেক্ষণ করা হয়, সহজ প্রতিক্রিয়াগুলি রুটিন মেনে সম্পন্ন করা হয়। আর সবই হয় তাদের নিজস্ব ঘরে বসেই।