Success Story:'বিশেষভাবে সক্ষম' বলে টিটিকিরি দিত সহপাঠীরা, 'হার্ডল' পেরিয়ে আজ সাফল্যের চূড়ায় জয়জিৎ বিশ্বাস

জয়জিৎ বিশ্বাস (ছবি: Jayjit Biswas Instagram)
Success Story Jayjit Biswas :'বিশেষভাবে সক্ষম' বলে ঘরে-বাইরে কম কোণঠাসা হতে হয়নি। স্কুলে Ragging-র জন্য বেশ কয়েকদিন ক্লাসে যাওয়াও বন্ধ করেন। তবে থামেননি। বহু বাধা পেরিয়ে আজ সাফল্যের শিখরে জয়জিৎ বিশ্বাস।
পায়েল মজুমদার, কলকাতা: কতটা কোণঠাসা হলে ঘুরে দাঁড়ানো যায়? চাইলে, বব ডিলানের বিখ্যাত গানের শব্দ অনুবাদ খানিক বদলে নিয়ে এভাবেও বলতে পারেন জয়জিৎ বিশ্বাস (Jayjit Biswas)। বলতে পারেন কারণ 'বিশেষভাবে
অফবিট (Offbeat) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


