Success Story:'বিশেষভাবে সক্ষম' বলে টিটিকিরি দিত সহপাঠীরা, 'হার্ডল' পেরিয়ে আজ সাফল্যের চূড়ায় জয়জিৎ বিশ্বাস

Success Story Jayjit Biswas :'বিশেষভাবে  সক্ষম' বলে ঘরে-বাইরে কম কোণঠাসা হতে হয়নি। স্কুলে Ragging-র জন্য বেশ কয়েকদিন ক্লাসে যাওয়াও বন্ধ করেন। তবে থামেননি। বহু বাধা পেরিয়ে আজ সাফল্যের শিখরে জয়জিৎ বিশ্বাস।

পায়েল মজুমদার, কলকাতা: কতটা কোণঠাসা হলে ঘুরে দাঁড়ানো যায়? চাইলে, বব ডিলানের বিখ্যাত গানের শব্দ অনুবাদ খানিক বদলে নিয়ে এভাবেও বলতে পারেন জয়জিৎ বিশ্বাস (Jayjit Biswas)। বলতে পারেন কারণ 'বিশেষভাবে

Related Articles