Google Map: ট্রেনের মধ্যে চুরি গিয়েছে ফোন আর সেই ফোন উদ্ধার করতে গুগল ম্যাপ দেখে কাজ হাসিল করে ফেললেন তামিলনাড়ুর এক যুবক। ট্রেনে চেপে তামিলনাড়ুর নাগেরকোল থেকে ত্রিচিতে যাচ্ছিলেন  রাজ ভগত, সঙ্গে ছিলেন তাঁর বাবাও। আর ট্রেনে প্রচুর ভিড় থাকায়, সেই সুযোগে অন্য একজন রাজ ভগতের বাবার হাত থেকে তাঁর জিনিসপত্র এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সামনের স্টেশনেই নেমে যায়। কিন্তু তাতে ফল কিছু হয় না। রাজ ভগত মোবাইলে গুগল ম্যাপের (Google Maps) সাহায্য নিয়ে ঠিক খুঁজে বের করেন সেই চোরকে আর উদ্ধার করেন তাঁর বাবার ফোন। সমাজমাধ্যমে এই পোস্ট (Viral News) দিতেই রীতিমত সাড়া পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।


ছবির জেমস বন্ডের মত ঘটনা। অনেকে আবার বলেছেন শার্লক হোমসের মত। কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন রাজ ভগত ? তিনি জানান, ফোন চুরি যাওয়ার পরেই বন্ধুর ফোন থেকে দুপুর ৩.১৫ নাগাদ রাজের বাবা তাঁকে ফোন করে ঘটনাটা বলেন। আর সৌভাগ্যবশত তাঁর বাড়ির সকলের ফোনেই লোকেশন অন করা থাকে। ফলে গুগল ম্যাপে (Google Maps) সেই লোকেশন দেখে রাজ সহজেই ধরে ফেলেন যে ফোনটা চুরি করে ফের নাগেরকোল স্টেশনেই ফিরছে চোর। ফোন তখনও চালুই ছিল। রাজ ধরে ফেলেন অন্য একতা ট্রেন ধরে স্টেশনে ফিরছেন সেই চোর। আর বিন্দুমাত্র দেরি না করে রাজ স্থানীয় পুলিশের সাহায্য নেন, তাদের সঙ্গে নিয়ে ঐ স্টেশনে গিয়ে উপস্থিত হন।


এখানেই শেষ নয়, চোর ধরার ঘটনাটাও যেন জেমস বন্ডের ছবির মত। গুগল ম্যাপের ভরসায় রাজ ভগত আর তাঁর এক বন্ধু চোরের লোকেশনের কাছাকাছি এসে পৌঁছান। স্টেশনের কাছে এসে হঠাৎ গুগল ম্যাপে দেখায় লোকেশন (Google Maps) থেকে ঠিক ২ মিটার দূরে দাঁড়িয়ে আছেন তিনি। আর সেই সময়ে রাজ খেয়াল করেন চোরের ঠিক পিছনেই দাঁড়িয়ে তিনি। সেই লোকটার হাতে একটা ব্যাগ যেখানে 'সিটু'র (CITU) লোগো লাগান ছিল। রাজ ভগতের বাবা ট্রেড ইউনিয়ন করতেন আর সেই সুবাদেই এই ব্যাগ তাঁর পাওয়া। ফলে চিনতে বাকি রইল না আর। তখনই পুলিশের সহায়তায় চোরকে ধরেন রাজ। ব্যাগ আর মোবাইল ফোন উদ্ধার হয়।


চুরি যাওয়া জিনিস যে এভাবে কখনও উদ্ধার করা যাবে ভাবেনি কেউ কখনও। এই ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডলেও শেয়ার করেছেন রাজ ভগত। আর তাতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট।  



আরও পড়ুন: Viral Video: মুষল বৃষ্টিতে নামাজ পড়তে দেখে মাথায় ছাতা ধরলেন এক শিখ ! ভাইরাল ভিডিয়ো