কলকাতা: আবহাওয়া খারাপ। বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি। এদিকে নামাজের সময় হয়ে গিয়েছে। অগত্যা আকাশ ভাঙা বৃষ্টির মাঝেই নামাজ করতে বসে পড়তে হল। কিন্তু আল্লাহ যেন সদয় হলেন। তাঁর জন্য নামাজ পড়ার তকলিফ যে করছে, তাকে কিছুটা স্বস্তি দিলেন। নামাজ পড়তে বসার পরই একজন এগিয়ে এসে মাথায় ছাতা ধরলেন তাঁর। যতক্ষণ না নামাজ শেষ হল, ততক্ষণ ওই ব্যক্তি ঠায় দাঁড়িয়ে রইলেন। ছাতা ধরে। এক ঝলকে সিনেমার স্ক্রিপ্ট বলে মনে হতে পারে। কিন্তু আদতে তা নয়। বরং এমনটাই ঘটতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে একটি ভিডিয়োতে। আর সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
জম্মু কাশ্মীরের ভিডিয়ো
নাশকতা ও সীমান্তের অশান্তির কারণে বারবার এই রাজ্যের নাম উঠে আসে খবরের শিরোনামে। তবে এর বাদেও কাশ্মীরের পরিচয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আর সেই সৌন্দর্যেই যেন নাম লেখাল এই ঘটনাটি। মুসলিম এক ব্যক্তিকে রাস্তায় বসে নামাজ পড়তে দেখে এগিয়ে আসেন এক শিখ ব্যক্তি। তিনিই মুসলিম ব্যক্তিটির মাথায় ছাতা ধরেন। যতক্ষণ না নামাজ পড়া শেষ হয়, ততক্ষণ তিনি ছাতা ধরেছিলেন। প্রসঙ্গত, ওই সময় প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তা ফাঁকা ছিল। আর সেই ফাঁকা রাস্তার মধ্যেই বসে পড়েন মুসলিম ব্যক্তিটি। ফলে শিখ ব্যক্তিকেও সেখানে গিয়ে দাঁড়িয়ে ছাতা ধরতে হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
সম্প্রতি এই ভিডিয়োটিই পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করার পরেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ধর্ম আলাদা হলেও মৈত্রীর ভাব দেখা গিয়েছে ওই পোস্টে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি এবিপি লাইভের তরফে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিয়োটিতে দুই আলাদা ধর্মের ব্যক্তিদের এক ছাতার তলায় আসতে দেখা যায়। একজনের ধর্ম পালনের জন্য অন্য়জনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ধরনের ভিডিয়ো দেখেই আনন্দে আপ্লুত হয়ে ওঠেন নেটিজেনরা। পোস্টের ক্যাপশনে পোস্টদাতা লেখেন, ‘এটাই সত্যিকারের ভ্রাতৃত্বের ইঙ্গিত। এমনটাই সবসময় থাকা উচিত। এই ভ্রাতৃত্ব ভীষণ সুন্দর ও শক্তিশালী।’ সেখানেই সেই সময়কার পরিস্থিতির কথা বলা হয়। পোস্টদাতা লেখেন, কাশ্মীরের ঝড়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। শ্রদ্ধা ও প্রশংসাও জানাতে দেখা যায় পোস্টদাতাকে। গত শনিবার ওই পোস্ট করার পর হাজার ছাড়িয়েছে লাইকের সংখ্যা।
আরও পড়ুন - Viral video: নদীর জলে চাউমিন ধুচ্ছেন এই ব্যক্তি ! ভিডিয়ো দেখতেই রেগে বোম নেটিজেনরা