কলকাতা: পৃথিবীতে সরীসৃপের সংখ্যা নেহাত কম নয়। যে কোন জীবের প্রজাতির সংখ্যার কোন নির্দিষ্টতা নেই। নিত্যনতুন বিভিন্ন প্রজাতির প্রাণীর দেখা মিলছে। বিষাক্ত এবং অবিষাক্ত প্রকৃতির সাপগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, এমনটাই মত প্রাণীবিশেষজ্ঞদের। তবে ৬০০টি বিষাক্ত প্রজাতির মধ্যে মাত্র ২০০টি প্রজাতি মানুষকে এক ছোবলে হত্যা করতে পারে। তবে এবার সেই বিষাক্তদের তালিকা থেকে সবচেয়ে বিষাক্ত সাপের তকমা পেল অস্ট্রেলিয়ার ইনল্যান্ড তাইপান।
অস্ট্রেলিয়ান মিউজিয়াম অনুসারে, এই ইনল্যান্ড তাইপানকে বলা হয় হিংস্র সাপ এবং প্রায়শই বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে উল্লেখ করা হয়। এটির দৈর্ঘ্য মাঝারি মাপের। মাথা অনেকটাই আয়তক্ষেত্রের আকারের হয়। সারাদিনের মধ্যে সূরর ওঠার আগে অতি সক্রিয় হয়ে ওঠে এই সাপটি। মাটির গভীরের ফাটলে থাকে এরা। অনেক সময় একাধিক গর্তেও থাকে এই সাপ। একসঙ্গে অনেকগুলিকে সাপকে দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন, পেন্সিল বক্সে 'স্মার্ট কারচুপি'! পরীক্ষার্থীর নকল করার পদ্ধতি দেখে চোখ কপালে শিক্ষকের
যেকোনও সাপের থেকে বিষধর এই সাপ। সাপের বিষ বিষাক্ততার LD50 স্কেলে পরিমাপ করা হয়। ব্রিস্টল ইউনিভার্সিটির স্কুল অফ কেমিস্ট্রির ওয়েবসাইট অনুসারে , ইনল্যান্ড তাইপান সবচেয়ে মারাত্মক সাপের তালিকার শীর্ষে রয়েছে। স্কুল অফ কেমিস্ট্রি বলেছে যে এর বিষ এত মারাত্মক যে একটি কামড়ে ১০০ জনের বেশি কিংবা ২ লক্ষ ৫০ হাজার ইঁদুর পর্যন্ত মারা যেতে পারে।
তবে মানুষের সঙ্গে এঁদের কতটা সম্মুখ সমর হয় তা তথ্য থেকে সঠিকভাবে জানা যায় না। এর কামড়ে কতজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত সেটিও জানা যায়না।
যদিও অনেকে ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়েও প্রায় ১০০ গুন বেশি বিষাক্ত বলে মনে করা হয়।