নয়াদিল্লি: সাধারণ মানুষের কাছে 'অ্যালেক্সা' (Alexa) এখন চেনা নাম। অনেকেই বাড়িতে এনে রেখেছেন এই ছোট্ট যন্ত্রটিকে। 'ভয়েস কমান্ড সফটওয়্যার' (Voica Command Software) মানুষের হুকুম তামিল করতে ওস্তাদ। তাঁদের পছন্দের গান শোনানো, তাঁদের প্রশ্নের জবাব দেওয়া, এগুলো অ্যালেক্সার বাঁ হাতের খেলা। এবার অ্যামাজনের (Amazon) তরফে প্রকাশ করা হল ২০২২ সালে ভারতীয় ব্যবহারকারীদের করা প্রশ্নের তালিকার শীর্ষে (top questions asked by Indian users) কী কী রয়েছে। ট্যুইটারের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বিটকয়েনের (Bitcoin) মূল্য, ভারতীয়রা একাধিক বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এই 'ক্লাউড-বেসড ভয়েস সার্ভিস'-এর (cloud-based voice service) সাহায্য নিয়েছেন।
অ্যালেক্সাকে জিজ্ঞেস করা প্রশ্নের তালিকায় শীর্ষে কী কী?
গত বছর অর্থাৎ ২০২২ সালে ভারতীয়রা বলিউড তারকাদের নিয়ে বিশেষ উৎসুক ছিলেন। অনেকেই সলমন খানের ব্যক্তিগত জীবনের খোঁজ নিয়েছেন অ্যালেক্সার কাছে। তাঁর রোম্যান্টিক সম্পর্ক, বিয়ের পরিকল্পনার মতো একাধিক খবর জানতে চেয়েছেন তাঁরা। প্রশ্নগুলো অনেকটা এরকম, 'অ্যালেক্সা, সলমন খানের প্রেমিকা কে?' এবং 'অ্যালেক্সা, সলমন খানের বিয়ে কবে হবে?'
একটি বিবৃতি জারি করে অ্যামাজন বলেছে, 'গত পাঁচ বছরে, অ্যালেক্সা ভারতীয় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং নিজের চতুর কৌতুক ও বিনোদনমূলক উত্তর দিয়ে গ্রাহকদের সে আনন্দিত করে। ২০২২ সালেও ভারতীয়রা বিভিন্ন ট্রেন্ডিং বিষয়, তারকা, উৎসব পার্বন, খেলাধুলো ও অন্যান্য বিরল প্রশ্নের কৌতূহল মেটাতে অ্যালেক্সার স্মরণাপন্ন হয়েছে।
বিশ্বজনীন একাধিক বিষয়ে ও সাধারণ জ্ঞান বিষয়ক জিনিসে বিশেষ আগ্রহী ছিলেন ব্যবহারকারীরা। আর নিজেদের জ্ঞান ঝালিয়ে নিতে বারবারই তাঁরা অ্যালেক্সাকে 'স্যুইচ অন' করেছেন।
অ্যালেক্সাকে জিজ্ঞেস করা জ্ঞানের প্রশ্নের মধ্যে শীর্ষে থেকেছে, 'অ্যালেক্সা, বুর্জ খলিফার উচ্চতা কত?', 'অ্যালেক্সা, পৃথিবীর দীর্ঘতম ব্যক্তি কে?' এছাড়া বিভিন্ন বিখ্যাত পাবলিক ফিগারের সম্পর্কেও খোঁজ নিয়েছেন ভারতীয় ব্যবহারকারীরা। 'অ্যালেক্সা, আলিয়া ভট্টের বয়স কত?' বা 'অ্যালেক্সা, কেন্দাল জেনারের বয়স কত?' ইত্যাদি এগুলোর অন্যতম।
এখানেই শেষ নয়। অনেকেই তো বিভিন্ন ধরনের দেশি বা বিদেশি খাবার বানানোর ক্ষেত্রে অ্যালেক্সাকেই তাঁদের 'সু-শেফ' অর্থাৎ প্রধান রাঁধুনী বানিয়ে ফেলেছেন। অ্যালেক্সার সাহায্য নিয়েই তাঁরা বিরিয়ানি, দোসা, মশলা চা ইত্যাদি তৈরি করে ফেলেছেন বাড়িতেই।
আসলে ক্রেতারা চিরকালই অ্যালেক্সাকে নানা ধরনের প্রশ্ন করতে ভালবাসেন, তার মজার উত্তর শোনার জন্য। তাই জন্য অনেকেই অভাবনীয় সমস্ত প্রশ্ন করে মজা পান। অ্যালেক্সার উত্তরও হয় তেমনই। এমনই কিছু প্রশ্নের উদাহরণ, 'অ্যালেক্সা, আমার কি স্নান করা উচিত?' বা 'অ্যালেক্সা, তুমি কি অপার্থিব জিনিসে বিশ্বাসী?'
আরও পড়ুন: Viral News: অন এয়ার শো-তেই খামখেয়ালি ক্যামেরা, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কী করলেন সঞ্চালক?
এছাড়া গতবছর টি২০ ক্রিকেট ও ফুটবল ওয়ার্ল্ড টুর্নামেন্ট পরপর অনুষ্ঠিত হয়েছে। খেলা সম্পর্কিত সমস্ত তথ্যের আপডেট পেতেও ভারতীয়রা অ্যালেক্সার দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া ক্রীড়া দুনিয়ার তাবড় তারকাদের খোঁজও নিয়েছেন তাঁরা। খেলার ব্যাপারে ভারতীয়রা যেমন জিজ্ঞেস করেছেন, 'অ্যালেক্সা, স্কোর কত?' তেমনই জিজ্ঞেস করেছেন, 'অ্যালেক্সা, কে বেশি ভাল, রোনাল্ডো না মেসি?'