কলকাতা: অনেকসময় অনেক ছবি দেখে দৃষ্টিভ্রম হয়ে যায়! এই ছবিও তেমনই। দেখে বোঝার উপায় নেই যে এই ছবিতে যা দেখা যাচ্ছে তা কি আদতে সত্যিকারের কুমির না কি পাথর? এমনিতে কুমির অত্যন্ত বিপজ্জনক ক্ষেত্র বিশেষে। যেমন অনেক সময়ই নদীতে কাঠের মতো পড়ে থাকে কুমির। যা দেখে ভুল করে মানুষ থেকে প্রাণীকুল। ভুলবশত কাছে যেতেই প্রাণসংশয়ের আশঙ্কা থাকে। 


যে ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে পাথর না কুমির তা নিয়ে দ্বন্দ্ব বেড়েছে নেটমহলে। এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়! কিন্তু তাই বলে পাথরের খাঁজে কুমির? প্রথমে এই প্রশ্ন উঠছেই। দেখে প্রথমেই মনে হবে একটি কুমির শুয়ে রয়েছে। কিন্তু পরে গোটা বিষয়টি খতিয়ে দেখতেই প্রকাশ্যে এল যে কুমিরটি আসলে পাথরই।                                                                                                                                                                                


আরও পড়ুন, আজব ইচ্ছে! ১৮ লক্ষ খরচ করে মানুষ থেকে নেকড়ে সাজলেন যুবক


তবে এটি কোনও সাধারণ কুমির নয়। মনে করা হচ্ছে ডাইনোসর যুগের কোনও কুমির। যা পরবর্তীতে এমন ফসিলস-এ পরিণত হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই কুমিররূপী পাথরটি কি বানানো না কি প্রাকৃতিকভাবে তৈরি, তা নিয়ে প্রশ্ন থাকছে।                                                                           






ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ১৮ মিলিয়ন ভিউজ হয়েছে। ১ লক্ষ ৪৫ হাজার লাইকে ছয়লাপ। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "ক্যামেরা পজিশন এবং ফ্রেম থেকে বোঝার উপায় নেই এই ছবিটি আসল না নকল।"