Cuddle Salon: দিনে দিনে একাকিত্ব বাড়ছে মানুষের। জনসংখ্যার একটা বিপুল অংশ এখন একাকিত্বে ভুগছে। একাকিত্ব কাটানোর জন্য অনেকে অনেক ধরনের উপায় খুঁজছেন। বিখ্যাত বলিউড ছবি 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে সঞ্জয় দত্তকে 'জাদু কি ঝাপ্পি' দিতে দেখা গিয়েছিল। এই আলিঙ্গনেই নাকি সব কষ্ট দূর হয়ে যায়, ঠিক একইরকম ঘটনা জানা গিয়েছে পোল্যান্ডের (Cuddle Salon) এক মহিলাকে ঘিরে। তিনি আলিঙ্গনের (Viral News) মাধ্যমে পুরুষের একাকিত্ব দূর করার চেষ্টাই করে চলেছেন এবং এই কাজকে একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন। নাম দিয়েছেন 'কাডল সালোঁ'।
আলিঙ্গনের ব্যবসা
ডেইলি মেল সংবাদপত্র অনুসারে, আলেকজান্দ্রা কাসপারেক একটি কাডল সালোঁ খুলেছেন পোল্যান্ডে। ২০২৩ সালে পোল্যান্ডের কাটোইসে এই সালোঁ খোলা হয়। এই সালোঁতে একাকিত্বে ভোগা পুরুষদের সহায়তা করা হয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে সমস্ত পুরুষ উদ্বেল হয়ে আছেন, তারা এখানে এসেই পাবেন সমাধান। পেশাদারিভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করেন।
কীভাবে কাজ করা হয়
এই সালোঁতে আসা মাত্রই গ্রাহকদের আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়, একটি সংক্ষিপ্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করা হয় যে তারা আদপেই সুস্থ, স্বাভাবিক এবং ঝুঁকিহীন। আলেকজান্দ্রা গ্রাহকদের স্নানের জন্য অনুরোধ করেন, তাদের নতুন পোশাক সরবরাহ করেন এবং এই সেশন শুরু হয় হ্যান্ডশেক দিয়ে। ধীরে ধীরে তা আলিঙ্গনে পৌঁছায়। সাধারণত এক থেকে ২ ঘণ্টা পর্যন্ত একেকটি সেশন স্থায়ী হয়। সম্পূর্ণ কাজটিই করা হয় অত্যন্ত পেশাদারিভাবে।
কড়া বেষ্টনী এবং খরচপাতি
আলেকজান্দ্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান এবং তাদের থেরাপির অভিজ্ঞতা দিতে চান। এই সেশন চলাকালীন কোনো অসংলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে এই সেশন বাতিল করা হয়, জরিমানা কাটা হয়। এক ঘণ্টার জন্য আলেকজান্দ্রা আলিঙ্গন দিতে নেন ৩১৫০ টাকা এবং ২ ঘণ্টার সেশনের জন্য তাঁর বেতন ৬১০০ টাকা। এই সেশন পরিচালনা করা হয় একটি বিশেষভাবে নির্মিত ঘরের মধ্যে, যাতে গ্রাহক আরাম পান। তাঁর বেশিরভাগ গ্রাহকদেরই বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। পুরুষ এবং নারী উভয়েই আছেন তাঁর গ্রাহকদের মধ্যে।
আরও পড়ুন: Viral Video: লটারিতে ৮০ কোটি জিতে নিরুত্তাপ! টাকা পেয়েও ড্রেন পরিষ্কারের কাজে নামলেন সাফাই কর্মী