কলকাতা: গত কয়েকদিনে আপনি ইন্টারনেটে অনেক ছবি দেখেছেন যা দেখে চোখে ধাঁধা লাগে। ছবিটি কিন্তু আদতে স্থির, কিন্তু আপনি যখনই ছবিটি দেখছেন মনে হচ্ছে যেন ছবিটি চলছে। কিন্তু কীভাবে সম্ভব এটি। বিবিসি অনুসারে বলা হয়েছে যে ছবিটি ইয়ামামোতো হাশিমা নামে একজন জাপানি নিউরোলজির অধ্যাপক তৈরি করেছেন।


নীচের অপটিক্যাল বিভ্রম দেখুন:




ইউরির ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত ছবি


যদিও আরেক সংবাদমাধ্যম বলেন, অপটিক্যাল বিভ্রমটি আসলে ইউরি পেরেপাডিয়া নামে একজন ইউক্রেনীয় চিত্রকর দ্বারা তৈরি করা হয়েছিল। এর সঙ্গে আপনি কেমন আছেন এর কোনও যোগাযোগ নেই। সেখানে এও বলা হয় যে, এই ছবির সঙ্গে জাপানি সাইকোথেরাপিস্ট ইয়ামামোতো হাশিমার কোন সম্পর্ক নেই। তাঁর কোনও অস্তিত্বই নাকি নেই।         






ইনস্টাগ্রামে ইউরি বলেন, "আমি ২৬ সেপ্টেম্বর, ২০১৬-এ Adobe Illustrator-এ এই অপটিক্যাল বিভ্রম আঁকে। এটি তৈরি করতে, আমি Akioshi Kitaoka-এর প্রভাব ব্যবহার করেছি।" ইউরি বলেন, "আমি প্রথমে ফেসবুকে এই জাল পোস্টটি দেখেছিলাম এবং তারপরে তারা সর্বত্র প্রদর্শিত হতে শুরু করে।"