UP News: উত্তরপ্রদেশের মথুরায় হঠাৎই এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন, কারণ বাড়িতে তিনি ইউটিউব ভিডিয়ো দেখে নিজেই নিজের অপারেশন (Surgery) করছিলেন। অসহ্য পেট ব্যথায় ভুগছিলেন এই ব্যক্তি আর তা থেকে রেহাই পেতে ইউটিউবের ভিডিয়ো (YouTube Video) দেখে নিজেই অপারেশন শুরু করেন পেট কেটে। মারাত্মক ঘটনা মথুরায় !
৩২ বছর বয়সী এই ব্যক্তির নাম রাজা বাবু বহু ডাক্তার দেখিয়েও স্বস্তি পাচ্ছিলেন না। আর তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে নিজেই নিজের ব্যথা নির্মূল করবেন। ইউটিউবে বহু ভিডিয়ো দেখার পরে একটি ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে আনেন তিনি। আর তারপরেই ইউটিউবে যেমন দেখেছিলেন ভিডিয়োতে সেভাবে নিজের সার্জারি করতে থাকেন।
কিন্তু এতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অপারগ হয়ে হাসপাতালে ছোটেন রাজা বাবু নামের সেই ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই পেটের নিচের দিকে অসহ্য ব্যথা অনুভব করছিলেন তিনি। ডাক্তার দেখিয়েও তার এই যন্ত্রণা কমেনি কিছুতেই। তার মতে, যখন এই যন্ত্রণা একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন তিনি মথুরা যান এবং সার্জিকাল ব্লেড, সেলাইয়ের উপকরণ এবং অ্যানাস্থেটিক ইনজেকশন কিনে আনেন।
বুধবার সকালে তার নিজের ঘরে নিজেই নিজের এই অপারেশন শুরু করেন। কিছুক্ষণ পরে যখন অ্যানাস্থেশিয়ার প্রভাব একেবারে কমে যায়। একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার মত ব্যথা হতে থাকে তার। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি।আর এই চিৎকার শুনে তার পরিবারের লোকজন চমকে যায়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফোনে এই ঘটনা নিশ্চিত করে তার ভাইপো রাহুল সংবাদমাধ্যমকে জানান ইউটিউব ভিডিয়ো দেখে তিনি নিজেই নিজের অপারেশন করছিলেন। তিনি আরও জানান যে তার কাকার ১৮ বছর আগে অ্যাপেনডিক্স অপারেশন হয়েছিল। বেশ কিছুদিন ধরেই পেটের নিচের দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। বেশ কিছু চিকিৎসককে দেখিয়েও লাভ হয়নি। কোনও যন্ত্রণার উপশম ঘটেনি। আর তার অবস্থা আরও খারাপ হলে আগ্রার এস এন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান যে রাজাবাবু নিজেই নাকি তার পেটের কাটা অংশে ১১টা সেলাই দিয়েছিলেন।
এমনই অন্য একটি ঘটনায় জানা যায় গত মাসে কর্ণাটকের এক চিকিৎসক এক ব্যক্তির স্ত্রীর ডেলিভারি অপারেশনের সময় তার পেটের মধ্যেই রেখে দিয়েছিলেন সার্জিকাল মপ। আর তার ফলে অস্ত্রোপচার সফল হলেও কিছুদিন পর থেকে অসহ্য যন্ত্রণা হতে থাকে পেটের ভিতরে। তার সদ্যোজাতকে স্তন্যপানও করাতে পারছিলেন না তিনি। সেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।