কলকাতা: অনেক ভারতীয় ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে পড়াশোনা করার। উচ্চমানের শিক্ষা, ভাল কেরিয়ারের সুযোগ, এবং একইসঙ্গে বিদেশে থাকার সুযোগ প্রতি বছর হাজার হাজার পড়ুয়াকে আকৃষ্ট করে। কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা (US Studies) করার আসল কাহিনি খুবই কষ্টকর। সম্প্রতি একজন রেডিট ব্যবহারকারী যিনি দাবি করেছেন যে তিনি মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তিনি মার্কিন শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন।
রেডিটের একটি পোস্টে সেই ব্যবহারকারী উল্লেখ করেন আমেরিকায় পড়তে আসা শিক্ষার্থীদের ঠিক কী কী সমস্যায় পড়তে হয় এবং আগামী ৩-৪ বছর ভুলেও যেন কেউ আমেরিকায় পড়াশোনা করতে না আসেন (US Studies) তাঁর পরামর্শ দেন। সেই ব্যবহারকারী লেখেন, 'কোচিং মাফিয়ারা জোরকদমে জালিয়াতি চালাচ্ছে। বারবার ধরে তারা সকলকে বলছে যে আমেরিকা হল অঢেল ধন-সম্পদ ও সুযোগ-সুবিধের দেশ। ভুলেও আগামী ৩-৪ বছরে আমেরিকায় পড়তে আসবেন না'। তাঁর মতে বহু ছাত্র-ছাত্রী এখানে পড়তে এসে চাকরিই পান না ঠিকমত, আর তারপরে তারা ডিপ্রেশনে চলে যান। গভীর অবসাদ কাজ করে তাদের মনে।
এই পোস্ট অনেকেরই নজর কেড়েছে এবং বহু মানুষ এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন, মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, '২০২২ সালে এখানে মানুষজন স্নাতক শেষ করার আগেই তিন তিনটে চাকরির (Job Opportunity) অফার পেয়ে বসে থাকে। আর এখন এখানে মানুষ স্নাতক উত্তীর্ণ হওয়ার পরেও একটা চাকরিই মনমত পান না। আপনি যদি যথেচ্ছ ধনী হন, আর যদি বিরাট বড় ঝুঁকি নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়কে যত টাকা দেবেন তা লোকসানের খাতায় যাবে তা ধরে নিয়ে আসতে পারেন'।
আবার একজন কমেন্টে লেখেন, 'একদম সত্যি কথা, সহমত। আপনার যদি ঋণ নেওয়ার প্রয়োজন হয়, নেবেন না। এর থেকে ভাল ভারতে থেকে নিজের উপর অত্যাচার করা।' আবার একজন নেটিজেন আরও বিশদে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান যে ২০২৩ সাল থেকে একটাও চাকরি হয়নি তাঁর, এমনকী এফ ওয়ান ভিসায় কোনও ইন্টারভিউই নেওয়া হয়নি। ভারতে ৫-৬ বছর আরও কাজ করুন। আর তারপরেই এখানে চাকরির খোঁজ করতে পারেন। মার্কিন দুনিয়ায় আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য চাকরি খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা বুঝতে পারবেন'।