নয়া দিল্লি: কোনও বিতর্কিত বক্তব্য বা যোগাসন কীর্তিতে নয়, এবার নয়া কাজের জেরে ফের সংবাদসংস্থা শিরোনামে এলেন বাবা রামদেব (Baba Ramdev)। সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ল্যান্ড রোভার (Land Rover) ডিফেন্ডারে চালকের আসনে যোগগুরু বাবা রামদেব। নতুন SUV চালাতে দেখা গিয়েছে তাঁকে।
তাঁর পরনে গেরুয়া বসন, পায়ে কাঠের খড়ম। সেই বেশেই বিলাসবহুল গাড়িতে চালাচ্ছেন রামদেব, এই ভিডিও নিয়েই এখন তুমুল চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। অটো ওয়ার নামে এক ইনস্টাগ্রামে বাবা রামদেবের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 ড্রাইভ করছেন যোগগুরু।
যদিও এই গাড়িতে কোনও নম্বর প্লেট দেখা যায়নি। তাই নিশ্চিত করা যাচ্ছে না যে এই এসইউভির মালিক বাবা রামদেব কি না? এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
দেখুন সেই ভিডিও-
আরও পড়ুন, গ্রামের বিদ্যুৎ কেটে অন্ধকারে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ, রেগে বিয়েই দিয়ে দিলেন গ্রামবাসীরা
এদিকে, বাবা রামদেবকে ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 চালাতে দেখে ইতিমধ্যেই নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। এক ইউজার লিখেছেন, 'ইনি কোনও বাবাজি নন, এই ব্যক্তি ভারতের ১৭ তম ধনী ব্যক্তি।' আরেকজন ইউজার লিখেছেন, 'মুখে দেশি দেশি বক্তব্য রেখে বিদেশি গাড়ি চালাচ্ছেন বাবা।' অন্য আরেক ইউজার লিখেছেন- 'আমাদের দেশি ওষুধ খাইয়ে কোটি কোটি নোট নিজে নিয়ে নিচ্ছেন'।
উল্লেখ্য, সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছিল, বাবা রামদেবের সম্পত্তির পরিমাণ কোটি কোটি। কিছু দিন আগে তিনি একটি Mahindra XUV700 SUV কিনেছিলেন, যার ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল এবং ভাইরাল হয়েছিল। তথ্য অনুসারে, ল্যান্ড রোভার ডিফেন্ডার 130, যাতে বাবা রামদেবকে সওয়ার হতে দেখা যায়। কোম্পানিটি ভারতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিল এবং সম্প্রতি এর ডেলিভারি শুরু হয়েছে দেশে।