কলকাতা: আজকের দুনিয়ায় সোশাল মিডিয়ায় (Social Media) সামান্য ডায়লগও ভাইরাল (Viral) হয়ে যায় কোন কোনও সময়। তা সে ভিডিও (Video) হোক বা গান (Song) কিংবা মিম (Meme)।  প্রতি বছরই সোশ্যাল মিডিয়ায় একাধিক বিষয় ভাইরাল হয়। ২০২৩-ও ব্যতিক্রম নয়। এবছর টপ ট্রেন্ডিং ভাইরাল কোনগুলি? যা সোশাল মিডিয়ায় চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করেছে? 


জামাল কুদু গান


বক্স অফিসে সব রেকর্ড ভাঙছে ‘অ্যানিমাল’। ছবিটি রিলিজের পর থেকে ছবিটি বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকা ব্যবসা করেছে। রণবীরের সংলাপ, ববি দেওলের নীরব অভিনয়, রণবীরের জীবনে তৃপ্তি ডিমরির আগমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, কিন্তু সেই সঙ্গে ‘জামাল কুদু’ গানটিও ভাইরাল হচ্ছে। নেটিজেনরা এই গানের ওপর দেদার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। 



'জাস্ট লুকিং লাইক আ ওয়াও'


সোশাল মিডিয়াই এখন কেনাবেচার নয়া মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে ব্যবসাও চলছে জোরকদমে। তেমনই নিজের শাড়ি বিক্রি করতার সময় এক পোশাক বিক্রেতা মহিলা বাহাড়ি শাড়ি দেখাতে দেখাতে বলেন, 'সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ আও'। ব্যস! এরপর বাকিটা ইতিহাস, থুড়ি ভাইরাল। জসমন কৌরের এই ডায়লগই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। শুধু নেটিজেনরাই নয় বলিউড তারকারাও এতে রিল বানিয়ে শেয়ার করছেন। 



মোয়ে মোয়ে


গুপি গাইন বাঘা বাইনের সেই বিখ্যাত গানটি মনে আছে? 'ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচা-নিচা ছোট বড় সমান', মনে পড়ে? কেন এমন বলা হল? কারণ সোশাল মিডিয়ায় জনপ্রিয় মোয়ে মোয়ে গানটি। নাহ এখানে গানের মানে, শব্দ কোনটিরই মানে নেই। সার্বিয়ান ভাষার একটি গান যা আদতে ছিল 'মোজে মোরে', সেটি সোশাল মিডিয়ায় হয়ে গেল 'মোয়ে মোয়ে'। এই গান ব্যবহার করেই একের পর এক ভিডিও ভাসছে এখন সামাজিক মাধ্যমে। 



ভূপেন্দর যোগী


মধ্যপ্রদেশের রাস্তা আমেরিকা থেকে ভাল, এমন দাবি করেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ভূপেন্দর যোগী নামে এক ব্যক্তি। একটি প্রশ্নে আমেরিকার কোথায় কোথায় গিয়েছেন তিনি তা বলার সময়ই নিজের নাম বলে ফেলেন। ব্যস! এরপরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর ভিডিও আর নাম। 


'গতি লো' 


কোক স্টুডিওতে গাওয়া আদিত্য গাধবির গাওয়া গুজরাতি লোকগান 'খালাসি'র একটি অংশ 'গতি লো' গানটি ভাইরাল হয়েছে ২০২৩-এ। গুজরাতি ভাষায় এই 'গতি লো' গানের অর্থ- 'খুঁজে আনো'। যদিও নেটনাগরিকরা অত ভাবেননি। সুর ভালো লাগায় বাজার করতে গিয়ে কিংবা বেড়াতে গিয়েও এই গানেই রিল বানিয়েছেন তাঁরা। 


'আইলো উমা বাড়িতে' 


প্রতি বছরই দুর্গাপুজোর সময় বেশ কিছু গান ট্রেডিংয়ের তালিকায় উঠে আসে। তেমনই এবছর নন্দী সিস্টার্সের গাওয়া 'আইলো উমা বাড়িতে' গানটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই গানটিতে কোমর দুলিয়েই ভাইরাল হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। এই গানে নেচে রিলস কেবল বাঙালিরা নয়, অবাঙালিরাও করেছেন। 



ক্যামেরাবন্দি রাহা


বছরশেষের আগে সর্বসমক্ষে রাহা। রণবীর-আলিয়া কন্যাকে দেখতে মুখিয়ে ছিল সকলেই। বড়দিনে আর কোনও ছবি নয়, মেয়েকে কোলে করে সকলের সামনে ধরা দিলেন রণবীর কপূর। বাবা-মাকে পাশে নিয়ে মিষ্টি মুখে পোজও দিয়েছে রাহা। আর এরপরই তার ছবি ভাইরাল। রাহার নীলাভ-সবুজ চোখ এবং মুখ রাজ কপূর না কি ঋষি কপূরের সঙ্গে একদম একরকম তা নিয়ে জোর জল্পনা জারি এখনও। 






 


'হে প্রভু, হরিরাম কৃষ্ণ জগন্নাথ'


প্রবল বৃষ্টিতে ভেসেছে আসাম। কোথাও কোথাও ঘরে একহাঁটু জল। পরিস্থিতি ভয়ঙ্কর। সেই সময় একদল যুবক একটি ভিডিও করে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে বলতে শোনা যায় -'হে প্রভু, হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ইয়ে ক্যায়া হুয়া'। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে এই ডায়লগই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কোনও বেনজির ঘটনাকে এখন এই উদ্ধৃতি দিয়েই ব্যাখ্যা করছেন সকলে। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে