Dogecoin Meme Dog Kabosu Died: হালকা দুষ্টুমিভরা চোখ। সঙ্গে মিচকি হাসি। দেখলে মনে হবে মনে মনে কিছু একটা ভাবছে। ভাবছে সামনের জনকে দেখে। ২০১০ সাল থেকে ১৪ বছর ধরে এই হাসি বিখ্যাত। বিখ্যাত সারা বিশ্বে। হাসিটি একটি মিষ্টি পোষ্য কুকুরের। তার নাম কাবোসু। কাবোসুর এই হাসি ২০১০ সালে ভাইরাল হয়। তার পর থেকে নানাভাবে আকর্ষণের কেন্দ্রে তার এই দুষ্টুমি ভরা চোখ। নানা সময় তাঁকে নিয়ে মিম তৈরি হয়েছে অনেক। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও ছিল বেশ ঈর্ষণীয়। অবশেষে ১৯ বছর বয়সে ইহলোক ত্যাগ করল কাবোসু। কঠিন রোগে ভুগছিল অনেক দিন ধরে । অবশেষে সেই লড়াই শেষ হল কাবোসুর।


বিখ্যাত ডগ মিম


ডগ মিমের জন্য বরাবর বিখ্যাত ছিল কাবোসু। কাবোসুকে নিয়ে বানানো সেই মিম হয়তো আপনিও শেয়ার করেছেন একটা দুটো। কাবোসু মিম অবশ্য প্রথমে শেয়ার হয়েছিল ডোজ (Doge) মিম হিসেবে। ডগের বদলে ডোজের এই ভুল বানানটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে যায়‌। জাপানি পোষ্য কাবোসু ছিল শিবা ইনু প্রজাতির কুকুর। তাঁর মনিব শুক্রবার সকালে কাবোসুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। 


কাবোসুর নামে ক্রিপটোকারেন্সি


প্রসঙ্গত কাবোসুর জনপ্রিয়তাই তাঁকে নানা মাইলস্টোনের কাছে পৌঁছে দেয়। তাঁর ওই তাকানোর একটিমাত্র ছবি আজও সারা বিশ্বে বিখ্যাত। এতটাই যে, ২৯১৩ সালে ডোজকয়েন ক্রিপটোকারেন্সিতে কাবোসুর ছবি রাখা হয়। সেই থেকে ওই ক্রিপটোকারেন্সি ডোজকয়েন নামেই পরিচিত‌। 


ইলন মাস্কের সঙ্গে কাবোসু


কাবোসুর খ্যাতি পৌঁছে ছিল এক্সের দোরগোড়ায়। ইলন মাস্ক কিছুদিনের জন্য কাবোসুর ছবিকে এক্সের লোগোও বানান। 


দীর্ঘ রোগভোগই কাড়ল কাবোসুকে


দীর্ঘদিন ধরেই রোগের সঙ্গে লড়াই করছিল কাবোসু। ২০২২ সালে দ্য সানের একটি রিপোর্টে কাবোসুর মনিব আটসুকো জানান, কোলানজিওহেপাটাইটিস ও ক্রনিক লিম্ফোমা  লিউকিমিয়াতে ভুগছিল কাবোসু। সেই রোগই অবশেষে কাড়ল তাঁর প্রাণ।


কবে কাবোসুর শেষকৃত্য


কাবোসুর মনিব আটসুকো শুক্রবার সকালে একটি ব্লগ পোস্ট করেন। তাতে লেখা হয়, কাবোসু আজ সকাল সাতটা পঞ্চাশ নাগাদ প্রয়াত হয়েছে।  কাবো-চ্যানের শেষকৃত্যের  আয়োজন করা হয়েছে আগামী ২৬ মে। ওই দিন কোস্তু নো মোরির ফ্লাওয়ার কাউরিতে বেলা ১ টা থেকে ৪ টে পর্যন্ত তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হবে।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - MH370 Mystery: ১০ বছর বেপাত্তা রহস্যময় বিমান MH370, এবার তাই সাগরে 'বিস্ফোরণ' ঘটানোর ভাবনা !