IAS Wife Cut electricity In House Of IPS Officer: প্রাক্তন ডিজিপি রাজেশ দাস। আইপিএস অফিসারও বটে। সেই তিনিই এবার জব্দ হলেন তাঁর প্রাক্তন স্ত্রীর হাতে। রাজেশ দাসের প্রাক্তন স্ত্রী একজন আইএএস অফিসার। তিনি তামিলনাডু স্টেট ইলেক্ট্রিসিটির সেক্রেটারি পদে রয়েছেন। সঙ্গত কারণেই শাস্তির মুখে পড়তে হল আইপিএস অফিসার রাজেশকে। এই দিন তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় বিদ্যুৎ অফিস।


ঠিক কী ঘটনা ঘটেছে ?


প্রসঙ্গত, আইপিএস অফিসার রাজেশ এক বাড়িতে ৩ মাস ধরে রয়েছেন। কিন্তু সেই বাড়িটির মালিক আদতে তাঁর প্রাক্তন স্ত্রী বিলা ভেঙ্কটেশন। তিন মাস ধরে রাজেশকে বাড়ি ছাড়ার নোটিস দেওয়া হয়। কিন্তু তিনি সেসব গ্রাহ্য করেনি। অবশেষে ১৯ মে তাঁর বাড়িতে পৌঁছে যায় ইলেক্ট্রিসিটি সাপ্লাইয়ের লোক। লাইন কাটার জন্য যেতেই ক্ষেপে ওঠেন আইপিএস অফিসার রাজেশ। পরে কিছু না করেই চলে আসেন বিদ্যুৎ অফিসের কর্মীরা।


যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত


প্রসঙ্গত, প্রাক্তন ডিজিপি রাজেশ দাস যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত হয়েছেন কিছুদিন আগে। অধস্তন এক মহিলা আইপিএস অফিসারকে নিগ্রহ করার দায়ে তাঁর বিরুদ্ধে রায় দেয় ট্রায়াল কোর্ট। ২০২৩ সালে বিল্লুপুরমের ট্রায়াল কোর্টে তাঁকে  দোষী সাব্যস্ত করা হয়। সেই রায়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে গিয়েছিলেন রাজেশ। কিন্তু ট্রায়াল কোর্টের রায়কেই বহাল রাখা হয়। খারিজ করে দেওয়া হয় রাজেশের আবেদন। এর পর ঘটনাটি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানে ট্রায়াল কোর্টের রায়ের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। গ্রেফতারি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তাঁর।


কী বলছেন বিলা ভেঙ্কটেশন ?


তামিলনাডু স্টেট ইলেক্ট্রিসিটিকে চিঠি দিয়ে রাজেশ বলেন, তিনি ওই বাড়িতে এখনও থাকেন। এই অবস্থায় সেখানের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া যায় না। পাশাপাশি তিনি বলেন, ঘরের মালিক বললেও তা করা যায় না। কারণ সেখানে একজন ভাড়াটে রয়েছে। এর উত্তরে বিলা বলেন, গত তিন মাস ধরে তাঁর কাছে ঠিকানার প্রমাণপত্র চাওয়া হচ্ছে। কিন্তু রাজেশ তা দিতে পারছেন না। তাই বিদ্যুৎ কেটে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কাটা হয়নি বিদ্যুৎ।ফিরে আসেন বিদ্যুৎ অফিসের কর্মীরা।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Fish Prasadam: হাঁপানি সারবে জ্যান্ত মাছ গিললে ? কেন এই আজব পথ্য দীর্ঘ দিন ধরে জনপ্রিয় ?