নয়াদিল্লি: বিশ্বায়নের দৌলতে বহু সংস্থার পণ্যে ছেয়ে গিয়েছে বাজার। কিন্তু ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে ভারতে ম্যাগির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। আজ বলে নয়, গত কয়েক দশক ধরেই ভারতীয়দের হেঁশেলে পাকাপাকি জায়গা করে নিয়েছে ম্যাগি। সেই ম্যাগি নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া, যার নেপথ্যে রয়েছে একটি ভাইরাল ভিডিও। (Viral Maggi Capsule)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভাইরাল হয়, যার বিষয়বস্তু ছিল ‘ম্যাগি ক্যাপসুল’। দুই আঙুলের মাঝে আটকে যায়, ডিম্বাকার একটি ক্যাপসুল, যার উপর ইংরেজিতে লেখা রয়েছে ‘Maggi’. ফুটন্ত জলে ক্যাপসুলটি ফেলামাত্রই তা থেকে বেরিয়ে এল মশলাপাতি এবং নুডলস। ছোট্ট ক্যাপসুল থেকে একেবারে ভরপেট খাওয়ার মতোই নুডলস বেরিয়ে আসতে দেখা যায়। (Viral Video)
‘ম্যাগি ক্যাপসুল’ থেকে বেরিয়ে আসা নুডলস চেখে প্রশংসা করতেও শোনা যায় এক ভ্লগারকে। তবে তিনি একা নন, বেশ কয়েকজনই এমন ভিডিও শেয়ার করেন। এক তরুণীকে আরও ছোট আকারের ‘ম্যাগি ক্যাপসুল’ ব্যবহার করে প্লেট ভর্তি নুডলস তুলে আনতে দেখা যায়। বাজারে যে প্যাকেটে বন্দি ম্যাগি কিনতে পাওয়া যায়, স্বাদ হুবহু এক বলেও ব্য়াখ্যা করেন তিনি।
ওই সব ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। একটি ভিডিও-য় ৪ কোটি ভিউ-ও হয়। ওই সব ভিডিও দেখে ধন্দে পড়ে যান অনেকেই। সত্যি সত্যিই ‘ম্যাগি ক্যাপসুল’ বাজারে পাওয়া যাচ্ছে কি না প্রশ্ন তোলেন তাঁরা। AI ভিডিও দেখিয়ে বোকা বানানো হচ্ছে কি না, অনেকে এই প্রশ্নও তোলেন।
A post shared by Mehak lalwani| Digital artist| India🇮🇳 (@mehaklalwaniart)
এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় Maggi India-কে। AI ব্যবহার করে ভিডিও বানানো হয়েছে বলে একরকম বুঝিয়ে দেয় তারা। Maggi India লেখে, ‘এপ্রিল ফুল দিবস অন্য কোনও মাসে পালন করা উচিত নয়’। কিন্তু ভিডিও-টি দেখে অনেকেই বোকা বনে গিয়েছেন ততক্ষণে। AI নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কাও প্রকাশ করেন অনেকে।