বিহার: কপালে যদি আয়ু থাকে তাহলে কেউ তা খণ্ডাতে পারবে না। তা না হলে রেললাইনে পড়ে থেকেও প্রাণ বেঁচে যায়? এমনই ঘটনা ঘটেছে বিহারের সমস্তিপুরে। চলন্ত ট্রেনে চড়তে গিয়ে এক ব্যক্তি পড়েন যান রেললাইনে। তবে ভাগ্য জোরে এড়ানো যায় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী ঘটেছে?
যাত্রীটি বিহার যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন যখন তিনি পিছলে গিয়ে ট্র্যাকে পড়ে যান, ট্রেন এবং প্ল্যাটফর্মের দেয়ালের মধ্যে আটকে পড়েন। ওই ভিডিওতে দেখা যায় ট্রেনটিকে প্ল্যাটফর্ম ছেড়ে যেতে দেখা যায় যখন একজন ব্যক্তি আটকে পড়া যাত্রীকে খুঁজছেন। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন লোককে প্ল্যাটফর্মের দেয়ালের পাশে শুয়ে থাকতে দেখা যায়, সামান্য বা কোন আঘাত নেই।
স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, এর আগে ওই স্টেশনে এক বেনজির ঘটনা ঘটে, দুই বানরের লড়াইয়ের জন্য প্রায় এক ঘন্টার জন্য সমস্তিপুরে জংশন রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচল সংক্ষিপ্তভাবে বন্ধ থাকার পরে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন, নিয়মকে বুড়ো আঙুল, পুলিশকেই হেলমেট পরিয়ে পিছনে বসিয়ে বাইক চালাচ্ছে আসামী! ভিডিও ভাইরাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে