Viral: রাতের বেলায় একা একা বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ভয় পান অনেকেই। আর যদি এই পরিস্থিতিতে দেখেন সামনে রয়েছে একটা কুমির (Crocodile), তাহলে আত্মরাম খাঁচাছাড়া হতে বেশি সময় লাগবে না। সম্প্রতি এমন কাণ্ডই ঘটেছে। সাত ফুটের একটা কুমির উদ্ধার করা হয়েছে একটি বাড়ির বাথরুমের ভিতর থেকে। উত্তরপ্রদেশের ফিরোজপুর জেলায় নাগলা পাসি গ্রামে ঘটেছে এই ঘটনা। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। প্রথমে ওই সুবিধাল কুমিরটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন গ্রামবাসীদের সকলেই। এরপর ওই বাড়ির মালিকরা খবর দেন বন দফতরে। কুমিরটিকে উদ্ধার করার ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছিল বনবিভাগের কাছে। 


এই খবর বনবিভাগের কাছে পৌঁছনোর পর তারা wildlife SOS টিমের সঙ্গে দ্রুত যোগাযোগ করে এবং কুমিরটিকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়। একটি এনজিও থেকে চারজনের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়েই হাজির হয়েছিল ওই দল। শেষ পর্যন্ত ওই কুমিরটিকে বাথরুমের ভিতর থেকে নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। একটি ফাঁদ পাতা খাঁচা ব্যবহার করে ওই কুমিরটিকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘক্ষণ ধরে চলেছিল উদ্ধারকাজ। জানা গিয়েছে, প্রায় দু'ঘণ্টার অভিযান চালিয়ে সাত ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করা হয়েছিল। এরপর কুমিরটিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে কুমিরটি এসে ঢুকে পড়েছিল বাথরুমের ভিতরে। উদ্ধারের পর বিশাল আকার আয়তনের কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়েছে পরিষ্কার জলাশয়ে। 


একমাসের মধ্যে এই নিয়ে দু'বার কুমিরের দেখা পাওয়া গিয়েছে


ফিরোজাবাদে একমাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কুমিরের সন্ধান পাওয়া গিয়েছে। মার্চ মাসে ফিরোজাবাদ জেলার নাগলা আমান গ্রামে সাত ফুট লম্বা একটি কুমিরের দেখা পাওয়া গিয়েছিল। সেই কুমিরটিকেও সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে চলেছিল উদ্ধারকাজ। এরপর কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়েছিল জলাশয়ে।


কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এক আজব ভিডিও


সরীসৃপ প্রজাতির মধ্যে কুমির যে বেশ ভয়ানক এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ভয়ঙ্কর আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি কুমির যে খুব শক্তিশালী একথা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি ট্যুইটারে এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটা শক্ত বেড়া যা কোনও ধাতু দিয়ে তৈরি, লোহারও হতে পারে, সেটা বেঁকিয়ে ভেঙে বেরিয়ে গিয়েছে একটি বেশ বড় আকার আয়তনের কুমির। ভিডিওতে দেখা গিয়েছে, আস্তে আস্তে ওই লোহার শক্ত বেড়ার দিকে এগিয়ে গিয়েছে কুমিরটি। তারপর গায়ের জোরে শুরু হয়েছে বেড়া ভাঙার পালা। মাথা ঢুকিয়ে প্রথমে ওই লোহার গ্রিল জাতীয় জিনিস বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করেছে কুমিরটি। প্রথমেই সফল হয়নি সে। তবে বারংবারের চেষ্টায় অবশেষে লোহার গ্রিল বেঁকে গিয়ে অনেকটা অংশই ফাঁকা হয়ে গিয়েছে। আর তা দিয়ে অনায়াসেই গলে বেরিয়ে গেছে কুমিরটি। ট্যুইটারের এই ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে সুদূর ফ্লোরিডায়। কুমিরের গায়ে যে এত শক্তি রয়েছে তা জানা ছিল না বলে জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। 


আরও পড়ুন- স্বামীকে বাঁচাতে কুমিরকে লাঠির মার, স্ত্রীর সাহসে প্রাণ বাঁচল রাজস্থানের বাসিন্দার