Tamil Nadu News: এক অসাধারণ আবেগঘন মুহূর্ত ! তামিলনাড়ুর কারুরের এক ৮ বছর বয়সী স্কুলপড়ুয়া তাঁর জমানো সমস্ত টাকা নিজের আগ্রহেই তুলে দিল ভারতীয় সেনাবাহিনীর হাতে। অনেক বড় মনের পরিচয় দিল এই ছাত্র। সমাজমাধ্যমে (Viral News) এই বালকের খবর ছড়িয়ে পড়তেই অনেকের হৃদয় জয় করে নিয়েছে এই স্কুলপড়ুয়া। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ১০ মাসের জমানো টাকা (Tamil Nadu News) সমস্তটাই ভারতীয় সেনার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বালক। সকলকে মুগ্ধ করেছে এই কাজ, করেছে অনুপ্রাণিতও।

মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ে এই ছাত্রটি, বহু মাস ধরেই নিজের হাতখরচের জন্য পাওয়া টাকা থেকে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রাখছিল সে। এর সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও কেউ কেউ অল্প বিস্তর টাকা দিয়েছিলেন তাঁকে এই ফান্ডে। বিগত ১০ মাস ধরে টাকা জমিয়ে গিয়েছে সেই ছেলেটি। সবশেষে ১০ মাস পরে অনেক টাকা জমে যায়, এই সঞ্চয়ের সঙ্গে জুড়ে থাকে ছেলেটির গভীর হৃদয়ের ভালোবাসা, সহমর্মিতা এবং উদারতার ছোঁয়া। ভারতকে রক্ষা করতে ভারতের সেনাবাহিনীর আত্মবলিদান সম্পর্কে জানতে পেরে তাদের জন্য কিছু করার চেষ্টা করছিল ছেলেটি। আর তাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেই ছেলেটি ১০ মাস ধরে জমানো সমস্ত টাকা দেশের রক্ষাকারী ভারতীয় সেনাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

অত্যন্ত সাহস এবং সংকল্পের সঙ্গে সেই ছেলেটি তাঁর বাবা-মায়ের সঙ্গে তাঁর মানি ব্যাঙ্ক নিয়ে পৌঁছে গিয়েছিলেন জেলা শাসকের দফতরে। জেলা শাসক এই বালকের নিঃস্বার্থ মনোভাব এবং উদারতার জন্য তাঁর প্রশংসা করেন। সংবাদমাধ্যমে সেই ছেলেটি জানায় যে সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে এবং সে বহু দিন ধরে সেনাদের জন্য টাকা জমিয়ে রাখছিলেন কারণ সে চায় যারা আমাদের দেশকে রক্ষা করল, তাদের সাহায্য করতে।

সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে এই বালকের কাহিনি। দেশের সর্বত্র মানুষ এই বালকের প্রশংসা করছেন সমাজমাধ্যমে। একজন নেটিজেন এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আমি আশা করি এই বালক যেন আগামী দিনে তাঁর জীবনে সবথেকে ভাল কিছু অর্জন করতে পারে। এই বালক অন্যদের অনুপ্রেরণা জোগায়, আর এর পিছনে সমস্ত ঋণ তাঁর বাবা-মায়ের, সমস্ত কৃতিত্ব তাঁর বাবা-মায়ের এবং বাড়ির অন্য সমস্ত গুরুজনদের।' একজন আবার লেখেন, 'এক অনবদ্য অনুপ্রেরণাদায়ক বালক ! দেশের ভার এই রকম মানুষের হাতেই অর্পিত হোক, দেশ নিরাপদে থাকবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে'।