নয়া দিল্লি: কোনও চোর কিংবা ডাকাত নয়, ঘরে ঢুকে পড়ল গরু, পিছন পিছন বিশালাকার ষাঁড়। এরপরই ঘরে হূলস্থূল। মুহূর্তে সব তছনছ করে দেয় প্রাণী দুটি। ভয়ঙ্কর সেই ভিডিও মুহূর্তবন্দি হয়েছে। এরপর সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়।
ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের ডাবুয়া কলোনিতে। সেখানে এক দম্পতি তাদের নিজের ঘরে আটকে পড়েন। একটি গরু এবং ষাঁড় তাদের শোবার ঘরে ঢুকে পড়েছিল। যার ফলে স্ত্রী প্রায় দুই ঘন্টা ধরে আলমারির ভিতরে লুকিয়ে থাকতে বাধ্য হন।
রিপাবলিকের মতে , বুধবার সকালে যখন রাকেশ সাহু এবং তার স্ত্রী স্বপ্না বাড়িতে ছিলেন, তখন ঘটনাটি ঘটে। স্বপ্নাদেবী ঠাকুরঘরে পুজো করছিলেন। ঠিক তখনই একটি গরু হঠাৎ তাদের খোলা গেট দিয়ে সোজা শোবার ঘরে ঢুকে পড়ে। একটি ষাঁড় তার পিছনে পিছনে পিছনে ছুটে আসে। এরপরই ষাঁড়টি তাদের বিছানায় উঠে পড়ে যেন সেই এই জায়গাটির মালিক, আর গরুটি ড্রয়িংরুমে ঢুকে যায়।
এরপর চিৎকার চেঁচামেচি হট্টগোল শুনে, প্রতিবেশীরা বাইরে জড়ো হয়ে পশুগুলিকে তাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। তাঁরা চিৎকার করে, জল ছিটিয়ে, লাঠি ব্যবহার করে, এমনকি আতশবাজিও ফাটিয়েও তাড়ানোর চেষ্টা করে। কিন্তু গবাদি পশুরা যাওয়া তো দূর থাকবে বলেই বোধহয় মনস্থির করেছিল, এমনই ছিল তাদের অবস্থা।