নয়া দিল্লি: যাত্রাপথের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। যা দেখে শিউরে উঠছেন সকলেই। যে ব্রিজ পেরিয়ে যাতায়াত সেই ব্রিজই মুহূর্তে ভেঙে গেল। একেবারে চোখের পলকে। বাকরুদ্ধ হয়ে পড়ছেন তারা। একটু আগেই যারা ওখান থেকে এসেছিল তাঁরা যখন ওই আওয়াজ পেলেন, তখন প্রাণভয় হয় সকলেরই।
ওই এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে সেতুটি ধসে মুহূর্তে গুড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে, ৫ জন আহত বলে সরকারি সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।
স্থানীয় সংবাদমাধ্যমের তরফে ওই ব্রিজ ভাঙার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। বিরাট আওয়াজ। এরপর চতুর্দিক ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে যায়।
ওই দেশের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার এক বিবৃতি অনুসারে, দুইজন মারা গেছেন, চারজন গুরুতর আহত হয়েছেন এবং একজন সামান্য আহত হয়েছেন। কর্তৃপক্ষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা তিনজনের সন্ধান করছে।
আরও পড়ুন, বিয়ের প্রস্তাবে সাড়া দেননি যুবতী! গলার নলি কেটে নৃশংস প্রতিশোধ মেটাল যুবক, হাহাকার পরিবারে
দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের এক অফিসার সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সিওল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে সিওনানে সকাল ৯:৫০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, কিছুদিন আগে এভাবেই ব্রিজ ভেঙে পড়েছিল সিকিমে। উত্তর সিকিমের সঙ্কলাং বেইলি ব্রিজ ভেঙে পড়েছিল। মঙ্গন ও জঙ্গুর সংযোগকারী সঙ্কলাং বেইলি ব্রিজ হঠাৎই ধসে পড়ে। ২০২৩ সালে মেঘভাঙা বৃষ্টি আর তিস্তার হড়পা বানের পর সঙ্কলাং বেইলি ব্রিজ তৈরি করা হয়। তবে বছরও ঘোরেনি। ২০২৪ সালের জুন মাসে ভেঙে পড়ে ব্রিজটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে