Fake IPS Officer: মাত্র ১৮ বছরের এক তরুণ। তার আগে আইপিএস অফিসারের মত পুলিশ উর্দি, সঙ্গে পিস্তল। মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে এই উর্দি পরেই ধরা পড়লেন বিহারের সেই তরুণ। স্থানীয়দের বয়ানের ভিত্তিতে পুলিশেরা (Fake IPS Officer) তাঁকে চিহ্নিত করে ফেলতেই এক প্রকার 'জামাই আদর' (IPS Officer) করেই নিয়ে আসেন থানায় যেন তাঁকে তাঁর নতুন পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে আর মুহূর্তের মধ্যেই তুমুল ভাইরাল।


পুলিশ যখন তাঁকে ধরে, তখন সেই তরুণ জানায় যে তাঁর নাম মিথিলেশ মাঞ্ঝি এবং তিনি একজন আইপিএস অফিসার। এমনকী পুলিশেরা তাকে খাতির করে থানায় আনার সময়ে নিজেকে আইপিএস পরিচয় দিয়ে সিঙাড়া-ভাজাভুজি খেয়েও মজা করছিলেন সেই তরুণ। বিহারের জামুই জেলায় একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসার জানিয়েছেন যে, সেকেন্দ্রা থানার পুলিশ এই ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করেছে যিনি নকল পোশাক আর বন্দুক সঙ্গে রেখে নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিচ্ছিলেন। থানায় নিয়ে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আধিকারিক জানিয়েছেন এই ভুয়ো আইপিএস পোশাক বিক্রির চক্রের সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতার করা হবে। পুলিশের পোশাক এবং পিস্তল সেই তরুণের থেকে বাজেয়াপ্ত করা হয়।



সেই তরুণ মিথিলেশ মাঞ্ঝি জানায় যে তাঁকে ২ লক্ষ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পাইয়ে দেবার আশ্বাস দিয়েছিল মনোজ সিং নামের এক ব্যক্তি। এক মাস আগে তাঁর কথা শুনেই মিথিলেশ প্রায় সব টাকা তাঁর হাতে তুলে দেন, তারপরেই খায়রা স্কুলের কাছে সেই তরুণকে মনোজ সিং এসে পুলিশের উর্দি এবং পিস্তল দিয়ে যায়। আর এই উর্দি পাওয়ার পরেই মাকে সেই সুখবর দিতে আসে তরুণ। ৩০ হাজার টাকা তখনও বাকি ছিল, সেই টাকা দিতে খায়রাতে ফের যেতে হয় মিথিলেশকে। আর সেখানেই সেকেন্দ্রা থানার পুলিশ তাঁকে ধরে ফেলে।


এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে খুবই ভাইরাল হয়ে পড়েছে যেখানে সেই তরুণ মিথিলেশ অর্থাৎ ভুয়ো আইপিএসকে জামাই আদর করে অন্যান্য পুলিশেরা থানায় ডেকে বসাচ্ছেন। একজন বিদ্রুপের স্বরেই বলছেন, 'আসুন স্যার, আইপিএস.. সেকেন্দ্রা থানায় স্বাগত আপনাকে'।


আরও পড়ুন: Employee Death: অফিসে অমানুষিক কাজের চাপ, অকালে প্রয়াত তরুণী; মারাত্মক অভিযোগ মায়ের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।