কলকাতা: অবাক করা কাণ্ড। ছেলের বিয়ের জন্য যেখানে বাবা-মায়েরা প্রাণপাত চেষ্টা করেন, সেখানে ছেলের প্রেমিকাকেই বিয়ে করে বসলেন তাঁর বাবা। অভিভাবক এবং সন্তানদের মধ্যে যে সুন্দর সম্পর্ক থাকা উচিত, এখনকার দিনে কোথাও যেন সেই সম্পর্কে বদল আসছে। সন্তানের প্রতি বাবা-মায়ের দায়িত্ব, কর্তব্য, স্নেহ-মমতা সবই থাকা কাম্য, কিন্তু এই ঘটনায় (Viral News) চমকে গিয়েছেন নেটিজেনরা। মহারাষ্ট্রের এই ঘটনা অবাক করেছে নেটিজেনদের। নিজের হবু বৌমাকে বিয়ে করে আনায় সন্ন্যাসী হতে চাইছে ছেলে। তাঁর বিয়ের সব তোড়জোড় চলছিল জোরকদমে। এর মাঝেই এই ঘটনা।
মহারাষ্ট্রের নাসিকে ঘটেছে এই ঘটনাটি। বাবার সঙ্গে এক বাড়িতেই থাকতেন তাঁর ছেলে। কিছু সময় আগে থেকেই ছেলের জন্য সুপাত্রী দেখতে শুরু করেছিলেন তাঁর বাবা যাতে তাঁর বিয়ে দেওয়া যায়। একটি মেয়ের (Viral News) সঙ্গে পাকা কথাও হয়ে গিয়েছিল দুই পক্ষের সম্মতিক্রমে। বিয়ের সব আয়োজন করে ফেলা হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক কিছুদিন আগেই সেই মেয়ের প্রেমে পড়ে যান বাবা এবং তাঁকে অর্থাৎ নিজের হবু বৌমাকেই বিয়ে করে বসেন তিনি। আর এই ঘটনা দেখেই ছেলেটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ কেমন ঘোর কলিযুগ ! এই ঘটনা সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।
হবু বৌমাকে বিয়ে করেন বাবা
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি 'দিলওয়ালে'। অভিনয় করেছিলেন অজয় দেবগণ, রবিনা ট্যান্ডন, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল। সেই ছবির একটি সংলাপ ছিল 'হমে তো আপনোনে লুটা'। অর্থাৎ আমাকে (Viral News) নিজের কাছের মানুষেরাই লুট করেছেন। ঠিক এই ঘটনাই যেন ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের যুবকের সঙ্গে। বিয়ের আনন্দে সেই মেয়েটির সঙ্গে নতুন জীবন শুরু করার উৎসাহ নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি, কিন্তু বিয়ের কয়েকদিন আগেই তাঁর বাবাই এমন কাণ্ড করে বসলেন তাঁর জীবন যেন ছারখার হয়ে গেল।
মানসিক ভারসাম্য হারিয়েছে ছেলে
বাবার এই কাজে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় ছেলেটির। তাঁর নিজের বাবা যে তাঁর সঙ্গে এমন কাজ করবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। এরপরে তিনি সিদ্ধান্ত নেন যে আর কখনও বিয়ে করবেন না, সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেয় ছেলেটি। আর তাই নিজের সব জিনিসপত্র নিয়ে রাস্তার ধারে ফুটপাথে এসে থাকতে শুরু করেন তিনি। নাসিকের সিডকো শহরের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে।
আরও পড়ুন: Electricity Bill: বিদ্যুতের বিল এসেছে ২১০ কোটি টাকা ! মাথায় হাত এই ব্যবসায়ীর; কী ঘটেছে ?