Emergency Door: প্রেমিকার সঙ্গে বচসার জেরে রাগে কাণ্ড ঘটালেন যুবক। এরকম ক্ষেত্রে অনেক ধরনের ঘটনাই ঘটতে দেখা যায়, কেউ হাতের শিরা কেটে ফেলেন, কেউ বিষ খেয়ে নেন, কেউ চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন। এবার ঘটনা ঘটেছে বিমানের (Viral News) মধ্যে। শুধুমাত্র প্রেমিকার সঙ্গে বচসার জেরে শত শত্র যাত্রীর প্রাণ বিপন্ন করে তুলেছিলেন এই যুবক। বিমান উড়ান নেওয়ার আগেই ভেঙে ফেলেছিলেন বিমানের আপদকালীন দরজা।

আমেরিকার বস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ঘটনা ঘটেছে। এই বিমানেই ছিলেন সেই যুবক, প্রেমিকার সঙ্গে তুমুল তর্ক-বিতর্কের জেরে হুলুস্থুল কাণ্ড বাধিয়ে বসেন তিনি। পাইলট থেকে শুরু করে বিমানকর্মীরাও এই ঘটনায় হতভম্ব হয়ে যান। অন্য যাত্রীদের প্রাণ সংশয়ের মত মুহূর্ত তৈরি হয়ে যায়। এই সময়েই প্রচণ্ড রাগের মাথায় সেই যুবক বিমানের এমারজেন্সি গেট ভেঙে সেখান দিয়ে নিচে ঝাঁপ মারতে যান।

হুলুস্থুল বেধে যায় বিমানের মধ্যে

জেটব্লু বিমানটি বস্টন ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের দিকে উড়ান নিতে যাচ্ছিল। রানওয়েতে দৌড়তে শুরু করে বিমানটি, আর সেই সময়ই এক যুবক বিমানের এমারজেন্সি গেট বা আপদকালীন দরজা ভেঙে ফেলেন এবং এর ফলে বিমানে বেজে ওঠে আপদকালীন সঙ্কেত। আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। নিজের প্রেমিকার সঙ্গে প্রবল তর্কাতর্কি হওয়ার পরেই এই কাজ করে বসেন সেই যুবক।

প্রেমিকাকে ফোন দেখাতে বলেছিলেন সেই যুবক

বিমানে বসে উড়ানের আগে প্রেমিকাকে তাঁর ফোন দেখাতে বলেছিলেন সেই যুবক। কিন্তু প্রেমিকা তা করতে অস্বীকার করে। আর এতেই রাগ চড়ে যায় যুবকের। সিট থেকে উঠে পড়েন তিনি, আর সঙ্গে সঙ্গে ভেঙে ফেলেন আপদকালীন দরজা। শুধু তাই নয়, তিনি বিমান থেকে ঝাঁপ দিতেও চেয়েছিলেন। সেই সময় বিমানের মার্শাল এবং অন্যান্য যাত্রীরা তাঁকে আটকে দেন এবং সে যাত্রায় প্রাণে বাঁচেন যুবক।

গ্রেফতার করেছে পুলিশ

এই বিমানেই উপস্থিত ছিলেন একজন এফবিআইয়ের এজেন্ট, ঘটনা দেখে সেই ব্যক্তিকে গ্রেফতার করেন তিনি। হাতকড়া পড়িয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আধিকারিকরা জানিয়েছেন যে এই ঘটনার কারণে বিমান ছাড়তে অনেক দেরি হয় এবং যাত্রীদের অন্য বিমানে যাওয়ার বন্দোবস্ত করতে হয়।

আরও পড়ুন: Diabetes Control: সুগার আছে ? ভুলে এই ডাল খেলেই বাড়তে পারে বিপদ