নয়া দিল্লি: ছাত্র না কি সুপারম্যান? পরীক্ষা কেন্দ্রে যখন 'ডানা উড়িয়ে' নামলেন তখন তো সকলের বিস্ময়ের আর শেষ নেই। সকলেই পারলে নিজেদের একবার করে চিমটি কেটে নেন! যা দেখছেন ঠিক তো! পরীক্ষার্থী ছাত্রদের তো স্কুলের গেট দিয়েই ঢোকার কথা, কিন্তু উড়ে এল কে? যানজট এড়িয়ে 'উড়েই' পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অভিনব উপায় নিলেন মহারাষ্ট্রের এক যুবক ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাতানার ওয়াই তালুকার ছাত্রটি বিশেষ কাজের জন্য পাসরানি গিয়েছিলেন ৷ অথচ খানিক পরেই তাঁকে পরীক্ষার জন্য কলেজে যেতে হত। কাজের মাঝে খেয়াল হয়, পরীক্ষা শুরু হতে আর মাত্র ১৫ মিনিট বাকি। এদিকে ওয়াই-পঞ্চগনি সড়কের পাসরানি ঘাটের রাস্তায় ব্যাপক যানজট। ফলে কোনওভাবেই আধ ঘণ্টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সম্ভব ছিল না ।
শেষমেষ প্যারাগ্লাইডিং করে সরাসরি পরীক্ষা কেন্দ্রে নামেন তিনি ৷ জানা গিয়েছে, পরীক্ষার পাঁচ মিনিট আগেই পৌঁছতে পেরেছিলেন ওই যুবক ৷ স্তার যানজট এড়াতে প্যারাগ্লাইডিং করে কলেজে পরীক্ষা দিতে যান তিনি। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু। আকাশে উড়ে উড়ে সময়ের মধ্যে পৌঁছে গেলেন কলেজে। পরীক্ষাও দিলেন। কলেজ পড়ুয়ার এমন কীর্তিতে হতবাক সকলে।
এই কাজটি করতে তিনি গোবিন্দ ইয়েওয়ালের সঙ্গে তিনি যোগাযোগ করেন। গোবিন্দ অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞ হিসেবে বেশ জনপ্রিয় পঞ্চগনিতে। সেই সংস্থাকে তিনি প্যারাগ্লাইডিং করে তাঁকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলেন। এর পরই প্রশিক্ষিত প্যারাগ্লাইডিংকারী কলেজের কাছে সমর্থকে নামিয়ে দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে