নয়াদিল্লি: পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত কুকুর (world’s tallest living dog) কে বলুন তো? বেডফোর্ডের ২ বছর বয়সী আমেরিকান গ্রেট ডেন (American Great Dane)। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই 'লম্বা' কুকুর গত বুধবার নাম তুলেছে 'গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ (Guinness World Records)।
'লম্বা' কুকুরের পরিচিতি
ধূসর ও বাদামী রঙের এই পুরুষ গ্রেট ডেন কুকুরটি, দাঁড়ানো অবস্থায় ১.০৪৬ মিটার (৩ ফুট ৫.১৮ ইঞ্চি) লম্বা। নাম জিউস (Zeus)। মাত্র ৮ সপ্তাহ বয়সে জিউসকে নিয়ে আসেন তার মালকিন বেডফোর্ডের বাসিন্দা ব্রিটনি ডেভিস।
প্রসঙ্গত সর্বকালের সবচেয়ে লম্বা কুকুরটিও (পুরুষ) একটি ধূসর গ্রেট ডেন ছিল এবং তার নামও ছিল জিউস। মিশিগানের বাসিন্দা ছিল সে এবং ২০১৪ সালে পাঁচ বছর বয়সে মারা যায়।
ব্রিটনিকে খুদে জিউস তাঁর ভাই গ্যারেট উপহার দিয়েছিল। জিউস একটি ধূসর এবং সাদা মেরল সায়ার এবং ব্রিন্ডল ড্যামের সন্তান এবং পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় কুকুরছানা ছিলেন।
ব্রিটনি গিনেসে বলেন, 'যবে থেকে আনা হয়েছে তবে থেকে ও বড় বেশ, ছানা হিসাবেও। বিশাল বিশাল থাবা ছিল তখনই।'
যদিও গ্রেট ডেন মূলত শূকর শিকারের জন্য প্রজনন করা হয়, কিন্তু ব্রিটনি বলেছিলেন যে জিউসের বেশ শান্ত স্বভাব রয়েছে। 'জিউস তো শূকর দেখলে প্রচণ্ড ভয় পাবে। ও বৃষ্টিতে ভয় পায়, সেখানে শূকরের তো প্রশ্নই ওঠে না।'
বাড়ির আশেপাশে হাঁটাচলা করে, জানলার পাশে ঘুমিয়ে আর এলাকার বাজারে ঘুরেই দিন কেটে যায় জিউসের। ব্রিটনি বলছিলেন, 'ওকে সবাই চেনে। সব দোকানদারেরা চেনে। ওকে বেশি ট্রিট আর অনেক অ্যাটেনশন দেওয়া হয়।'
তবে হ্যাঁ। বিশেষ কিছু প্রশ্নও শুনতে হয় জিউসকে ওর বড় আকারের জন্য। 'যেটা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হল, বাপরে, এতো ঘোড়া! ওর ওপর চড়া যাবে?'
বাড়িতে, জিউসের তিনটি অস্ট্রেলিয়ান শেফার্ড ভাইবোন এবং একটি বিড়াল বোন, পেনেলোপি রয়েছে।
ভদ্র জিউস
ব্রিটনির মতে, জিউস সাধারণত 'ভাল আচরণ' করে তবে তার বড় আকারের জন্য আরও বড় সমস্যায় পড়ে। তিনি বলেন, 'ও কাউন্টার থেকে বাচ্চাদের প্যাসিফায়ার চুরি করতে পছন্দ করে এবং কাউন্টারে থাকা যেকোনও খাবার অবশ্যই ওর জন্য বিনামূল্যের রাজত্ব।'
আর কী করে জিউস? 'ওর জল খাওয়ার পাত্র একটা সিঙ্ক। লাফিয়ে বেড়া ডিঙিয়ে পাশের বাড়ির কুকুরের সঙ্গে খোশগল্প করতেও খুব ভালবাসে।'
আরও পড়ুন: Offbeat News: বাবার 'শেষ ইচ্ছা', ইদগাহের জন্য দেড় কোটির জমি দান করলেন দুই হিন্দু মেয়ে
যাঁরা বড় প্রজাতির পোষ্যের মালিক হতে আগ্রহী তাদের জন্য ব্রিটনির সতর্কতা। তাদের খাওয়ানো বেশ ব্যয়বহুল হতে পারে এবং কুকুরের খাবারের জন্য অর্থ ব্যয় করার জন্য প্রস্তুত থাকা উচিত বলে ব্রিটনির মত।