Zomato Order: দেশের অন্যতম বৃহৎ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো (Zomato)। সারা দেশ জুড়ে নানা মানুষ নানাবিধ খাবার এর মাধ্যমে অর্ডার দিয়ে থাকেন। সম্প্রতি কিছুদিন আগেই আরেকটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা 'সুইগি'র তরফে জানানো হয়েছিল ২০২৩ সালে এখনও পর্যন্ত ৪২ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করা হয়েছে সেই অ্যাপে। প্রায় একইরকম একটি পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে জোমাটোর ক্ষেত্রেও। মুম্বইয়ের এক যুবক নাকি ১ বছরে একাই মোট ৩,৫৮০ বার খাবার অর্ডার করেছেন জোমাটোতে। এও কি সম্ভব?


কে এই ভোজনরসিক যুবক?


মুম্বইয়ের এই ভোজনরসিক যুবকটির নাম জোমাটো (Zomato) জানিয়েছে। হানিস। যিনি মোট ৩৫৮০ বার অর্ডার দিয়েছেন জোমাটোতে। অর্থাৎ দৈনিক ৯টি করে অর্ডার নথিভুক্ত হয়েছে তাঁর নামে। তবে এই তালিকায় তিনি শুধু একা নন, বেঙ্গালুরুর এক বাসিন্দাও জোমাটোতে ১ বছরে মোট ৪৬,২৭৩ টাকার খাবার অর্ডার দিয়েছেন। আবার মুম্বইয়ের আরেক যুবক ১ দিনে ১৫১টি অর্ডার দিয়ে রেকর্ড করেছেন। অন্যদিকে বেঙ্গালুরুর এক বাসিন্দার উদারতা দেখলে অবাক হতে হয়। ১ বছরে জোমাটোর মাধ্যমে তিনি প্রায় ১,৪০০টি উপহার স্বরূপ খাবার অর্ডার করেছেন যার মূল্য দাঁড়ায় ৬.৬১ লক্ষ টাকা।


জোমাটোতে সবথেকে বেশি কী অর্ডার করেছে মানুষ?


২০২৩ সালে সবথেকে বেশি কী খুঁজেছে মানুষ, এ নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে জোমাটো। সেই তালিকায় উঠে এসেছে তিনটি খাবারের নাম। বিরিয়ানি, পিৎজা এবং নুডলস।



  • জোমাটোতে এবছর মানুষ সবথেকে বেশিবার বিরিয়ানি (Biryani) অর্ডার করেছেন। সংখ্যার হিসেবে তা প্রায় ১০ কোটির আশেপাশে। সংস্থা বলছে, যে পরিমাণ বিরিয়ানি অর্ডার করা হয়েছে তা দিয়ে নাকি ৮টি কুতুব মিনার ভরিয়ে দেওয়া যাবে।

  • এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পিৎজা (Pizza)। একইভাবে যে পরিমাণ পিৎজা অর্ডার দেওয়া হয়েছে এবছর তা দিয়ে নাকি ৩টি ইডেন গার্ডেন স্টেডিয়াম অনায়াসে ঢেকে দেওয়া যায়।

  • নুডলস (Noodles) খেতেও যে ভারতীয়রা এত ভালবাসে তা জোমাটো না থাকলে জানাই যেত না। প্রায় সাড়ে ৪ কোটি নুডলসের অর্ডার জমা পড়েছে জোমাটোর ঘরে।


সুইগির ক্ষেত্রেও পরিসংখ্যানে এগিয়ে ছিল বিরিয়ানি। সমীক্ষা বলছে, বিগত ৮ বছর ধরে সুইগিতে (Swiggy) সবথেকে বেশি অর্ডার দেওয়া খাবারের মধ্যে বিরিয়ানি নিজের জায়গা ধরে রেখেছে। প্রতি সেকেন্ডে ২.৫ সংখ্যক বিরিয়ানি অর্ডার দেওয়া হয় সারা ভারতে। এ বছর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সুইগিতে প্রতি মিনিটে ২৫০টি বিরিয়ানির অর্ডার এসেছিল বলে জানা গিয়েছে। 'হাও ইন্ডিয়া সুইগিড' সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৩ সালে সারা ভারতে মোট ২৪.৯ লক্ষ মানুষ তাদের প্রথম বিরিয়ানি অর্ডার দিয়েছে সুইগিতে। ৪০ লক্ষ ৩০ হাজার ২৮৭ বার গুগলে সার্চ করা হয়েছে এই বিরিয়ানি। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, হায়দরাবাদে এক ব্যক্তি বছরে ১৬৩৩ বার বিরিয়ানি (Biryani) অর্ডার দিয়েছেন।