Viral Video: ২৭ জন যাত্রী চড়েছেন একটাই অটোতে! শুনে চমকে যাচ্ছেন তো? এমন দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে পুলিশও। সাধারণত একটা অটোতে (Auto) কতজন যাত্রী বসতে পারেন? কলকাতা শহরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পিছনের সিটে ৩ জন, আর সামনে চালকের পাশে একজন যাত্রী (Passenger) বসেন। মফঃস্বলে অবশ্য চিত্র কিছুটা আলাদা। সেখানে পিছনের সিটে তিনজন যাত্রীর মতো সামনেও চালকের বাঁদিকে দু’জন এবং ডানদিকে একজন যাত্রী বসেন। অনেক জায়গায় আবার পিছনের সিটেও যাত্রীদের বেশ অসুবিধা হলেও চাপাচাপি করে চারজনকে বসিয়ে দেন অটোচালক। এইসব দৃশ্যের সঙ্গে সকলেই অল্প-বিস্তর পরিচিত। কিন্তু তাই বলে একটা অটোতে ২৭ জন যাত্রী! মাঝরাস্তায় এমন দৃশ্য দেখে কার্যত হাঁ হয়ে গিয়েছেন খোদ পুলিশকর্মী। ওই অটো এবং যাত্রীদের ছবি ও ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


 






জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ঘটেছে এই কাণ্ড। রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে আসছিল একটি অটো। তাই দেখেই অটো থামিয়েছিলেন পুলিশকর্মীরা। তারপরেই চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে তাঁদের। চালক সমেত মোট ২৭ জন সওয়ার হয়েছিলেন ওই অটোতে। বাচ্চাদের সঙ্গে যাত্রী দলে ছিলেন বড়রাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে একে একে যাত্রীদের গুনছেন পুলিশকর্মীরা। উত্তরপ্রদেশের ফতেহপুর এলাকায় এই কাণ্ড ঘটেছে বলে শোনা গিয়েছে। ফতেহপুর জেলার Bindki Kotwali এলাকায় ওই অটোটিকে আটক করেছিলেন পুলিশকর্মীরা। মূলত তীব্র গতির কারণেই অটোটিকে আটক করা হয়েছিল। তারপর অটোতে ছানবিন করতে গিয়েই ঝুলি থেকে বেরিয়ে পড়েছিল বিড়াল।


অতিরিক্ত গতিতে ছুটে আসছিল অটোটি। তাই তা থামিয়ে যাত্রীদের নামাতে শুরু করেন পুলিশকর্মীরা। তখনই দেখে যায় একে একে মোট ২৭ জিন নেমে এসেছেন অটো থেকে। তাঁদের মধ্যে একজন চালক। এরপর ওই অটোটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। শোনা যাচ্ছে। মোটা অঙ্কের জরিমানাও নাকি ধার্য করা হয়েছে। এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। একটা অটোতে কীভাবে অতজন যাত্রী উঠে বসলেন সেটাই জানতে চাইছেন সকলে। ট্যুইটারে ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ট্যুইটারিয়ানরা এই ভিডিয়ো শেয়ার করে মজার মজার ক্যাপশন এবং কমেন্ট দিয়েছেন। ক্রমশ ভিউ বাড়ছে এই ভিডিয়োর।


আরও পড়ুন- ঘোড়ার পিঠে ভাইরাল ভুলোমন কিশোর, রহস্যভেদ সুইগি-র