মুম্বই: অবশেষে সেই ঘোড়সওয়ারের (horse rider) খোঁজ পেল সুইগি (swiggy)। কিন্তু এ কোন চমক?
ডেলিভারি পার্টনার তো নয়...
জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থাটি জানিয়েছে, মুম্বইয়ের যে ঘোড়সওয়ার 'ডেলিভারি পার্টনারের' ছবি সোশ্য়াল মিডিয়ায় তুফাল তুলেছিল তিনি আসলে
ওই সংস্থার কর্মীই নন। সংস্থার হয়ে খাবার পৌঁছে দেওয়ার কাজও করেন না। ১৭ বছরের ওই কিশোরের নাম সুশান্ত। একটি আস্তাবল দেখভালের কাজ করে সে। আরও নির্দিষ্ট করে বললে বিয়ে করতে যাওয়ার সময় যে ঘোড়া লাগে, তার সাজগোজের ভার এই সুশান্তের উপর।
তবে কি ভারী বৃষ্টি, বিপুল জলের মাঝে এই সুশান্তকেই ঘোড়ায় চড়তে দেখেছিলেন নেটিজেনরা? সে যদি সুইগির কর্মী না-ই হবে, তা হলে ব্যাগটি তার কাছে এল কী ভাবে? সংস্থার দাবি, যে ব্যাগ দেখে তাকে সুইগির ডেলিভারি পার্টনার মনে হয়েছিল সেটি আসলে অন্য় কারও থেকে ধার করে সুশান্ত। ব্যাগের মধ্যে খাবারদাবার নয়, ঘোড়ার সাজসজ্জার সরঞ্জাম ছিল। ঘটনার দিন একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল কিশোর। পিঠে সুইগি নামাঙ্কিত ব্য়াগে ঘোড়ার সাজসজ্জার সরঞ্জাম ছিল স্বাভাবিক ভাবেই। সেই সময় অভি নামে এক ব্য়ক্তি তার ভিডিও করে। তার পরেই নেটদুনিয়ায় হইচই। ঝড়, জল সত্ত্বেও নিজের কর্তব্যে অবিচল ওই কিশোরকে ফুড ডেলিভারি সংস্থার কর্মী ভেবে কুর্নিশ জানায় সোশ্যাল মিডিয়া। কিন্তু একী?
রহস্যভেদ সুইগি-র
সোজা কথায় ঘোড়সওয়ার হয়েও সে আসলে ঘোড়সওয়ার নয়। সুইগি ডেলিভারি পার্টনার তো নয়ই। তা বলে নিজেদের প্রতিশ্রুতি ভাঙেনি জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা। যিনি ভিডিও করেছিলেন, তাঁকে আশ্বাসমাফিক ৫ হাজার টাকা পুরস্কার দিয়েছে সুইগি। সঙ্গে প্রেস বিবৃতি, 'এই ঘোড়া-খোঁজার চক্করে কিন্তু কোনও প্রাণীকে আঘাত করা হয়নি। সামাজিক প্রাণী-সহ আমরা সকল প্রাণীর কথাই ভাবি আমরা।'
আরও পড়ুন:চালু হবে মেট্রোর নয়া রুট, চাই প্রচুর রেক ! তাই এবার এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ