তেলঙ্গানা: হেলমেট ব্যবহারের জন্য সচেতনতা শিবির? নতুন কোনও সরকারি প্রকল্প (Government Scheme)? ভাইরাল ভিডিওটি প্রথমে দেখলেই এমন প্রশ্ন মনে আসতে পারে। কিন্তু বিষয়টি একেবারে উল্টো। কোনও সচেতনতা প্রচার নয়। বরং প্রাণে বাঁচতেই এমন কাজ। সেফ ড্রাইভ, সেভ লাইভ। বাংলায় এই স্লোগানের কথা আমরা অনেকেই জানি। দুচাকা চালালে বা দু'চাকা চড়লে হেলমেট পরতেই হবে। এমনটা কড়া নিয়ম। কিন্তু অফিসের কাজ করতে করতে হেলমেট? এমন ছবি দেখতে চাইলে যেতে হবে তেলঙ্গানায় (Telengana)। সেই রাজ্যের একটি সরকারি অফিসে (Government Office) দেখা গিয়েছে এই ছবিই। অফিসের কাজ করতে এসে পরতে হচ্ছে হেলমেট। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল (Viral Video)।
সরকারি অফিস। নিত্যদিন সাধারণ মানুষের আনাগোনা। সেখানেই প্রাণের ভয়। হঠাৎ যদি মাথায় চাঙড় খসে পরে। এমন ভয়েই হেলমেট পরে অফিসে বসেন কর্মীরা। তেলঙ্গানার জগতিয়াল জেলা (Jagtial District)-এর মন্ডল পি বীরপুরের ঘটনা।
হেলমেট পরে কাজে বসার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে অফিসের ঘরের অবস্থাও। ওই ঘরের দেওয়াল-ছাদের অবস্থা তথৈবচ। দেখে মনে হচ্ছে, যে কোনও সময় ভেঙে পড়বে ছাদ ও ঘর।
ANI সূত্রের খবর, ঘরের ছাদ ও দেওয়ালের এমন পরিস্থিতির কারণেই এমন কাণ্ড। কাজের সময় যাতে চাঙড় ভেঙে বিপত্তি না হয়, কারও প্রাণের কোনও ভয় না থাকে সেই কারণেই হেলমেট পরে কাজে বসেন ওই অফিসের কর্মীরা।
হয়তো বাইক ব্যবহার করেন না। এমনিতে হেলমেটের দরকার নেই। কিন্তু অফিসে কাজ করার জন্য কিনতে হয়েছে হেলমেট। অফিসে ঢোকার সময় তাঁরা পরে নেন ওই হেলমেট। সারাদিন কাজের পরে বাড়ির পথে পা রাখলেই আবার হেলমেট চলে আসে হাতে।
প্রথম প্রথম অফিসে কাজে আসা অনেকেই অবাক হয়েছিলেন। তারপর তাঁদেরও সেটি সয়ে গিয়েছে। ভাইরাল (Viral News) যেভাবেই হোক, তার জেরে তেলঙ্গানার প্রান্তিক একটি অঞ্চলের সরকারি অফিসের কী ছবি সেটা অন্তত সামনে এসেছে এবার। এবার হয়তো ঠিক হবে অফিস ঘর। সেই আশাতেই হয়তো বুক বেঁধেছেন কর্মীরা। হেলমেট খোলার সুযোগ কবে আসে সেদিকেই এখন নজর তাঁদের।
আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠনে 'ব্যাকসিটে' রাজনৈতিক লড়াই? তৃণমূল-বিজেপি মিলেমিশে 'একাকার' গলসিতে