কলকাতা: বয়স মাত্র ৩৪ বছর। এই বয়সেই ঠাকুমা। সিঙ্গাপুরের এক ইনফ্লুয়েন্সার সোশ্য়াল মিডিয়ায় এই কথা শেয়ার করতেই নিমেষে তা ভাইরাল হয়েছে। South China Morning Post-এর একটি রিপোর্ট অনুযায়ী ওই ইনফল্ুয়েন্সারের নাম Shirli Ling, তিনি একটি রেস্তরাঁও চালান। একবছর আগে তিনি ঠাকুমা হয়েছেন। তাঁর ছেলে মাত্র ১৭ বছর বয়সে বাবা হয়েছে। রিপোর্ট অনুযায়ী,Shirli Ling এর মধ্যে ৩ বার বিয়ে করেছেন এবং তাঁর পাঁচ সন্তান রয়েছে। ১৭ বছর বয়সে প্রথম মাতৃত্বের (Young Mother) স্বাদ পেয়েছিলেন ২ ছেলে ও ৩ মেয়ের মা। 


মার্চে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে (Insta Handle) একটি পোস্ট করেছিলেন মিস লিং। এত কম বয়সে ঠাকুমা হয়ে তাঁর কেমন লাগছে সেই অভিজ্ঞতাই জানিয়েছিলেন তিনি। এই বয়সে এই দায়িত্ব আসার ভাল ও খারাপ দুই দিকই রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানাচ্ছেন, তাঁর বড় ছেলে যখন জানিয়েছে যে সে বাবা হতে চলেছে তিনি উদ্বিগ্ন হননি। ঠান্ডা মাথায় পুরো বিষয়টি শুনেছিলেন। মিস লিং বলছেন, 'আমি চেয়েছিলাম আমার ছেলে সিদ্ধান্ত নিক ও কী করবে, ওই ওর কাজের দায়িত্ব নিক।'


 






অন্য একটি ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) স্পষ্ট জানিয়েছেন যে, কম বয়সে বাবা বা মা হওয়ার জন্য কখনও নিজের সন্তানদের বলেননি তিনি। কারণ কমবয়সে এই দায়িত্বের সমস্যাগুলি তিনি জানেন। তবে তিনি এটাও বলেছেন, 'যেহেতু ইতিমধ্যেই এটা ঘটে গিয়েছে। তাই আমি শেখাতে পারি কীভাবে এর মোকবিলা করতে হয়। কীভাবে সিদ্ধান্ত নিতে হয়। সন্তান যখন কোনও ভুল করে তখন অভিভাবক হিসেবে তাদের পাশে থাকা উচিত, বোঝানো উচিত।'  


 






এত কম বয়সে মাতৃত্ব, তারপরে তিরিশের কোঠায় থাকতেই ঠাকুমা- ইন্সটাগ্রামে Shirli এই তথ্য পোস্ট করতেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন লিখেছেন, এভাবে চললে '৫৩ বছরে প্র-পিতামহী, ৭২ বছরে প্র প্র পিতামহী হয়ে যাবেন উনি।' একজন প্রশংসা করে লিখেছেন, 'অনেকেই এই পরিস্থিতিতে নিজের সন্তানকে দোষারোপ করতেন। আপনি সেটা করেননি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ভোটের আগে অর্জুন সিংকে চিঠি মোদির! কী লিখলেন প্রধানমন্ত্রী?