Flight Fine Imposed: বিমানের মধ্যেই তুলকালাম কাণ্ড। ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান লাস ভেগাস থেকে আটলান্টার দিকে যাচ্ছিল। আর এই বিমানেই এই মহিলা যাত্রীর অদ্ভুত কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিমানে। আর এই কারণে সেই মহিলার উপর সবথেকে বেশি জরিমানা ধার্য করা হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের তরফে এই প্রথম কারও উপর সর্বোচ্চ জরিমানা আরোপিত হল।
২০২১ সালের জুলাই মাসের ঘটনা। বিমান উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই গোলযোগ শুরু হয় বিমানের মধ্যে। সেই মহিলা যাত্রী অন্য এক যাত্রীর পাশে বসে যৌন আবেদনপূর্ণ কাজ করতে শুরু করেন। সেই মহিলা যাত্রী পাশে বসে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরতে চান এবং তাঁকে চুমু খেতে চেষ্টা করেন। কিন্তু সেই ব্যক্তি এই কাজে অস্বীকার করলে, সেই মহিলা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন। আর সেই পাশে বসে থাকা যাত্রী বিপদ বুঝে নিজেকে বাঁচাতে খানিক পিছিয়ে যান এবং তড়িঘড়ি বিমানের ক্রিউদের কাছ থেকে সাহায্য চাইতে থাকেন।
এক বিমানকর্মী এই জায়গায় গোলমাল বুঝতে পেরে অবস্থা সামাল দিতে ছুটে আসেন। যদিও শান্ত না হয়ে উলটে সেই মহিলা যাত্রী আরও উত্তেজিত হয়ে ওঠেন। চিৎকার করে পাশে বসে থাকা যাত্রীকে বিমান থেকে ফেলে দেওয়ার কথা বলেন। সিট ছেড়ে উঠে এইসলে হাঁটতে শুরু করেন সেই মহিলা। আর তিনি বিমানচালককে আটলান্টা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে নিরাপত্তা সহায়তা নেওয়ার অনুরোধ করতে থাকেন।
আর এই উত্তেজনার পরিস্থিতি আরও চরমে ওঠে যখন সেই মহিলা রাগের মাথায় কাছেই বসে থাকা আরেক যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন। বারবার তাঁকে মারতে থাকেন, জোরে কামড়ও বসান। অসহ্য ব্যথায় ছটফট করতে থাকেন সেই যাত্রী। পুরো বিমানের মধ্যে তুলকালাম লেগে যায়। আর তখন সমস্ত ক্রিউ এসে সেই মহিলাকে শক্ত করে ধরে পিছনের সিটে নিয়ে গিয়ে বসান যাতে তিনি আর কোনও সমস্যা করতে না পারেন।
এরপরে তিন ঘণ্টার সফর শেষে আটলান্টা বিমানবন্দরে নামার পরে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের আধিকারিকদের হাতে সেই মহিলাকে তুলে দেওয়া হয়। সমগ্র ঘটনা তদন্ত করে আধিকারিকরা এই সিদ্ধান্তে আসেন যে মহিলার এই কাজ বিমানের নিরাপত্তা বিঘ্নিত করেছে। এই কারণে মহিলার উপরে ৬৪ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। শারীরিকভাবে সহযাত্রীকে হেনস্থা করার দায়ে এই জরিমানা আরোপ হয়েছে। মার্কিন বিমান পরিষেবা ইতিহাসে এই জরিমানা এখনও পর্যন্ত সর্বোচ্চ।