কলকাতা: সম্প্রতি নেটমাধ্যমে বিপুল ভাইরাল হয়ে গিয়েছে গাড়ির মধ্যে এক ইউটিউবারের আস্ত সুইমিং পুল বানানোর ভিডিয়ো। জনপ্রিয় একটি মালয়ালম ছবির দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্টান্ট করার চেষ্টা করেন কেরালার এক ইউটিউবার। চলন্ত গাড়ির (Viral News) মধ্যে সুইমিং পুল বানানোর চেষ্টা করেন ইউটিউবার আর তারপর গুরুতর সমস্যায় পড়েন তিনি। টার্পুলিনের শিট দিয়ে গাড়ির ভিতরে ভাল করে বেঁধে তাতে জল ভরে একটি কৃত্রিম সুইমিং পুল বানানোর (Swimming Pool inside Car) চেষ্টা করেন তিনি। আর তাতেই বিপত্তি বাধে।


সঞ্জু টেকি নামের সেই ইউটিউবার তাঁর এই স্টান্টের একটি ভিডিয়ো পোস্ট করেছেন যা কিনা মুহূর্তের মধ্যে লাখ লাখ ভিউজ পেয়েছে। এই ভিডিয়োতে দেখা যায়, সঞ্জু এবং তাঁর বন্ধুরা গাড়ির ভিতরে টার্পুলিনের শিট দিয়ে একটি কৃত্রিম সুইমিং পুল (Swimming Pool inside Car) বানিয়েছেন এবং তাতে জল ভরে খেলা করছেন বন্ধুদের সঙ্গে। আর এই ভিডিয়ো দেখে মোটর ভেহিকল ডিপার্টমেন্ট তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। বিভিন্ন রকম ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় জনপ্রিয় সেই ইউটিউবারের বিরুদ্ধে। এমনকী সেই গাড়িটির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও স্থগিত করে দেওয়া হয়।  


সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো (Viral News) পোস্ট করেছিলেন এই ইউটিউবার আর সেখানেই তাঁকে গাড়ির মধ্যে জলের ভিতরে বন্ধুদের সঙ্গে মাতামাতি করতে দেখা যায়। এমনকী সেই কৃত্রিম সুইমিং পুলে বসে ডাবের জল খেতেও দেখা যায় তাঁকে। দেখা যায়, ধীরে ধীরে জল যখন ড্রাইভারের সিট এবং ইঞ্জিনের দিকে যেতে শুরু করে, তখন মাঝ রাস্তাতেই গাড়ি থামিয়ে দেন তারা। তারপর সেখানেই সমস্ত জল বের করে ফেলে দেন, আর সেই কারণে বিপুলভাবে যানজট দেখা দেয়।


এই ভিডিয়োকে ঘিরে বিপুল সমালোচনার ঝড় বইছে। মোটর ভেহিকল ডিপার্টমেন্ট সঞ্জু টেকি ইউটিউবারকে শমন পাঠিয়েছে। বুধবার এনফোর্সমেন্ট রোড ট্রান্সপোর্ট অফিসারের সামনে হাজিরাও দেন ইউটিউবার। খুবই বিপজ্জনকভাবে সেই গাড়ি থেকে জল বের করে দিচ্ছিলেন সেই ইউটিউবার যাতে অন্যান্য গাড়ি চালকরাও খুবই সমস্যায় পরেন। শাস্তি হিসেবে সেই ইউটিউবার এবং তাঁর তিন বন্ধুকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবামূলক কাজ করতে হবে আগামী এক সপ্তাহ এবং সেই বিভাগের প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেতে হবে।


যিনি সেই গাড়ি চালাচ্ছিলেন তাঁর ড্রাইভিং লাইসেন্সটিও এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়। জানা গিয়েছে, একটি মালয়ালম ছবি দেখে অনুপ্রাণিত হয়ে সেই দৃশ্যটি রিক্রিয়েট করার চেষ্টা করেছিলেন সেই ইউটিউবার এবং তাঁর বন্ধুরা।


আরও পড়ুন: Viral News: প্রবল প্রসবযন্ত্রণা! বাসেই কোল আলো করল কন্যাসন্তান