Viral Video: জিম করতে করতে হার্ট অ্যাটাক, জিম করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া, একের পর এক মর্মান্তিক ঘটনার হেডলাইনে উঠে আসছে জিম শব্দটি। ফের একবার এক তরুণীর মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল জিম শব্দটি। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতেই দেখা গেল জিমের দৌলতে এক তরুণীর মর্মান্তিক পরিনতি।


মর্মান্তিক ভাইরাল ভিডিয়ো


ভিডিয়োতে দেখা যায়, এক তরুণী ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন। এই অবস্থায় ট্রেডমিলের গতি বেড়ে যাওয়ায় তিনি আর তাল রাখতে পারেননি। পিছন দিকে পিছিয়ে যান ট্রেডমিল থেকে। কিন্তু তার পরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কারণ তরুণীর ঠিক পিছন দিকেই ছিল একটি মানুষ সমান উঁচু জানালা। অন্য জানালায় কাঁচ থাকলেও সেখানে কোনও কাঁচ দেওয়া ছিল না। যার জেরে পিছনে পড়ে গিয়ে জানালার বাইরে বেরিয়ে যায় তাঁর শরীর। দুই হাত দিয়ে ফ্রেম ধরে বাঁচার মরিয়া চেষ্টা করতে দেখা যায় তাঁকে। কিন্তু সম্ভব হয়নি। চার তলা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তরুণী।


২২ বছরেই নিভল প্রদীপ


প্রেমিকের সঙ্গে জিমে এসেছিলেন ওই তরুণী। ৩০ মিনিট বেশ অন্যান্য় দিনের মতোই জিম করেন তিনি। একেবারে শেষে ট্রেডমিলে উঠেছিলেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে জিম করে শরীর ক্লান্ত ছিল। যার ফলে কিছুক্ষণ পরেই ট্রেডমিল থেকে সরে আসতে যান। সেই সময় পিছোতে গিয়েই বিপত্তি হয়। কাঁচ না থাকা জানালা দিয়ে সোজা বাইরে পড়ে যান। ঘটনাটি ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্টানের পন্টিয়ানাকের ঘটনা। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণী টাওয়াল দিয়ে মুখ মুছছিলেন। সেই সময়ই ট্রেডমিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরেই ঘটে দুর্ঘটনা।



জিম মালিককে জিজ্ঞাসাবাদ


এই ঘটনায় ইতিমধ্যেই জিম মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ট্রেডমিল ও জানালার মধ্যে মাত্র দুই ফুটের দূরত্ব ছিল। যার ফলে সেখান দিয়ে যে কেউ বাইরে পড়ে যেতেই পারে। জিমের মধ্যে একটি সতর্কবার্তা লাগানো ছিল। যেখানে লেখা ছিল জানালা খোলা বারণ। কিন্তু সেই স্টিকারটিও ছেঁড়া। আপাতত তিন দিনের জন্য জিম বন্ধ রেখেছে পুলিশ। সেখানে প্রয়োজনীয় তল্লাশির পর ফের খোলা হবে জিমটি।


আরও পড়ুন - Viral Video: বিরিয়ানিতে নেই চিকেনের লেগপিস; খাবার উল্টে, চেয়ার তুলে কনেপক্ষকে মারধোর


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।