নয়াদিল্লি: চাঁদিফাটা রোদ। গরমে ওষ্ঠাগত প্রাণ। কিন্তু তাই বলে বিয়ের আনন্দে তো কমতি পড়তে পারে না। গরম থেকে বেঁচে কীভাবে বিয়ের আনন্দ করা যায়? অনেক ভেবে বের করা হল উপায়। রাস্তা দিয়ে যাওয়া বরের সেই শোভাযাত্রার ভিডিও তুলে টুইটারে দিয়েছিলেন এক নেটিজেন। নিমেষে ভাইরাল সেই ভিডিও। 


কী উপায়?
ঘোড়ায় চড়ে যাচ্ছেন বর। তাঁকে ঘিরে অসংখ্য বরযাত্রী। বক্স বাজিয়ে তুমুল জোরে চলছে গান। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে নাচ। রাস্তা দিয়ে চলেছে সেই শোভাযাত্রা। তবে মাথার উপর রোদ পড়ছে না। কিন্তু কীভাবে? কারণ অনেক ভেবে সেই উপায়টিই তো বের করেছেন আয়োজকরা। শোভাযাত্রার উপর রয়েছে চাঁদোয়া। যে সে চাঁদোয়া নয়, একেবারে চলন্ত চাঁদোয়া। 


 






চলন্ত চাঁদোয়া:
আসলে চারটি স্টিলের ফ্রেমের উপর ওই চাঁদোয়া করা হয়েছে। যে কোনও অনুষ্ঠানে মঞ্চ বাঁধার কাজে এই স্টিলের ফ্রেম ব্যবহার হয়ে থাকে। তেমনই চারটি ফ্রেম নেওয়া হয়েছে। তার উপর চাঁদোয়া চড়িয়ে দিতেই কেল্লাফতে। আর যাতে সহজে ঠেলে নিয়ে যাওয়া যায়, তার জন্য ওই স্টিলের ফ্রেমগুলির নীচে লাগানো হয়েছে চাকা। ভিডিওতে দেখা যাচ্ছে উদ্দাম আনন্দ করতে করতে এগোচ্ছে শোভাযাত্রা। আনন্দ করা লোকগুলিকে ছায়া দিতে এগোচ্ছে চাঁদোয়াও।  শোভাযাত্রার গতির সঙ্গে তাল মিলিয়ে বেশ কয়েকজন লোক ওই থামের মতো ফ্রেমগুলি ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছে। ফলে রোদ এড়িয়ে মাথা ছায়া নিয়েই চলছে বিয়ের আনন্দ। কোনও মূল রাস্তার উপর দিয়েই যাচ্ছে বিয়ের শোভাযাত্রা। কারণ ভিডিওয় দেখা যাচ্ছে, শোভাযাত্রার পাশ দিয়ে  যাচ্ছে গাড়ি, বাস। 


'বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং'---ভারতে বিয়ের আয়োজন নিয়ে এই কথাটা চালু রয়েছে। বিয়ে ঘিরে গান-নাচ-খাওয়া-দাওয়া নিয়ে এলাহি ব্যবস্থা করে থাকেন অনেকেই। তার জন্য মাঝে মাঝে এমন কিছু করা হয় যাতে নিমেষে ভাইরাল হয়ে যায় সেগুলি। এই ভিডিও কোথাকার তা অবশ্য জানা যায়নি। দেবযানী কোহলি নামের এক নাগরিক তাঁর টুইটার হ্যান্ডেলে এই ভিডিও দিয়েছেন। আরও অনেকে এই ভিডিও শেয়ার করেছেন। ভারতীয় যেকোনও পরিস্থিতিতে অনুকূল বানিয়ে নিতে পারে, ভিডিও দেখে এমন মন্তব্যও করেছেন অনেকে। এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ।  


আরও পড়ুন: হাঁসফাঁস গরম! বিয়ের আনন্দ অটুট রাখতে শোভাযাত্রায় কুলারের সামনে নাচ বরযাত্রীর