Viral Video: ভারতের একাধিক শহরে ট্রাফিক জ্যাম (Traffic Jam) এক সাংঘাতিক সমস্যা। শুধু ভারত কেন, বিশ্বের অনেক দেশেই যানজটের (Heavy Traffic) জেরে আমজনতার জীবনে প্রতিদিন ভোগান্তির সীমা থাকে না। হাতে একটু বেশি সময় নিয়ে না বেরোলেই বিপদে পড়বেন আপনি। ভারতের ক্ষেত্রে মুম্বই শহরের রাস্তায় যানজটের কথা প্রায় সকলেরই জানা। পিছিয়ে নিয়ে দক্ষিণের প্রগতিশীল শহর বেঙ্গালুরুও। এর পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঢাকা শহরেও মারাত্মক ট্র্যাফিক জ্যাম হয়। বিদেশের মাটিতেও যানজটে ভুগতে হয় সাধারণ মানুষকে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে, এই ভিডিয়ো আইজলের রাস্তায় তোলা হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় সার বেঁধে চলেছে গাড়ি। একটা লাইনে পরপর রয়েছে মোটরবাইক। অন্য সারিতে রয়েছে চারচাকার গাড়ি। কারও মধ্যে তাড়াহুড়ো করে অন্য গাড়িকে টপকে অর্থাৎ ওভারটেক করে এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়নি। কী সুন্দর সার দিয়ে একের পর এক গাড়ি সাবলীল ভাবে এগিয়ে চলেছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখা অবাক হয়ে গিয়েছেন সকলে। 


আইজলের রাস্তার সেই ভাইরাল ভিডিয়ো দেখে নিন আপনিও


 






ওই ভাইরাল ভিডিয়োতে এও দেখা গিয়েছে যে আইজলের ওই নির্দিষ্ট রাস্তার একপাশে আবার সারি দিয়ে গাড়ি পার্ক করা রয়েছে। তারপরেও কোনও অসুবিধার সৃষ্টি হয়নি। কোনও গাড়ি বা দু'চাকার যানের চালককে দেখা যায়নি যে অযথা হর্ন বাজিয়ে বাকিদের তাঁরা উত্যক্ত করছেন। বরং শান্ত ভাবে ধৈর্য ধরে সবাই অপেক্ষা করেছেন নিজেদের সুযোগের জন্য। যখন সুযোগ সুবিধা পেয়েছেন তখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে এগিয়ে গিয়েছেন। নেটিজেনদের মনজয় করে নিয়েছে এই ভাইরাল ভিডিয়ো। সাধারণত ভারতে এমন রাস্তা সচরাচর দেখা যায় না। তবে এবার আইজল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে যে ধৈর্য আর ইচ্ছে থাকলে কী না করা সম্ভব। ব্যস্ত রাস্তাতেও যানজট সৃষ্টি হয় না। বরং সাবলীল ভাবে এগিয়ে চলে একের পর এক গাড়ি। 


আরও পড়ুন- বন্দুক চালানো হাতে গিটারের ঝঙ্কার, যুদ্ধের মহড়ার মাঝেই হিমালয়ের কোলে রক কনসার্ট সেনার