নয়াদিল্লি: অবিকল যেন রেসিং কারের কাঠামো। রংচংয়ে ঢাকনাটাই যা নেই। রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটছে সেই গাড়ি। আর পিছনে বসানো দুধের ক্যান। নেটমাধ্যমে ভাইরাল এই ভিডিও। সেটিই টুইট করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সঙ্গে তাঁর মন্তব্য অনেকদিন পর দারুণ একটা জিনিস দেখলেন তিনি। 


কী দেখা যাচ্ছে ভিডিওতে:  
ভিডিওতে দেখা যাচ্ছে। একটি গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। এক ঝলত দেখলে সেটি রেসিং কারের মতোই দেখতে লাগবে। তবে বোঝা যায়, সেটি কাস্টম মেড। অর্থাৎ কোনও সংস্থার তৈরি নয়। কেই নিজেই বানিয়েছেন। আর তাতে করেই নিয়ে যাচ্ছেন দুধের ক্যান। ভিডিও দেখে মনে করা হচ্ছে। দুধের ব্যবসা রয়েছে, সেই কাজেই ব্যবহার হচ্ছে এই গাড়়ি।    


কী বলেছেন আনন্দ মাহিন্দ্রা:
টুইটি শিল্পপতি বলেছেন, রোড রেগুলেশন বা গাড়ি সংক্রান্ত আইন ওই ব্যক্তি মানছেন কিনা তা তিনি নিশ্চিত নন। কিন্তু গাড়ি নিয়ে ওই ব্যক্তির এই প্যাশন যেন বজায় থাকে। ওই গাড়িটির চালকের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল ভিডিও টুইট করেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার। এটিও তারই একটি সংযোজন। 


 






একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেটিই রিশেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। যেই টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে করা হয়েছে রসিকতাও। বলা হয়েছে, F1 ড্রাইভার হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের জন্য দুধের ব্যবসা করতে হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে তিন চাকার একটি গাড়ি, যেটি দেখতে অবিকল একটি ফর্মুলা ওয়ান গাড়ির মতো। টুইটারে গাড়ির চালকের প্রতি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ব্যাটমানের ব্যাটমোবাইলের প্রসঙ্গ টেনে কেউ কেউ এটিকে মিল্কমোবাইল বলেও উল্লেখ করেছেন। ভিডিওতো দেখা যাচ্ছে হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন চালক। সেই পদক্ষেপেরও প্রশংসা করেছেন অনেকে। 


আরও পড়ুন: রোদে থোড়াই কেয়ার, 'চলন্ত' চাঁদোয়ার নীচে বিয়ের নাচ