Caught On Camera: দিব্যি চলছিল ভ্রমণ বিলাস। লজের বাগানে তখন সম্পূর্ণ নিস্তব্ধতা। হঠাৎ কিছু নড়তে দেখেই সম্বিত ফিরল পাব মালিকের। ততক্ষণে নদী সংলগ্ন লজের বাগানে তখন ঢুকে পড়েছে বড় আকারের কুমির। অতীতেও এই অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে পাব মালিককে। এবার তাই আর দেরি করেননি কাই হ্যানসেন।


Viral Video: অতীতে হারিয়েছেন প্রিয় পোষ্যকে
নদীর গায়ে লজ হওয়ায় কুমিরের হানা নতুন কিছু নয়। বিপদ এড়াতে লজে সারমেয় রাখতেন হ্যানসেন। কুমির জল থেকে বাগানে ঢুকলেই উচ্চস্বরে ডাক শুরু করে দিত প্রিয় পোষ্য 'পিপ্পা'। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতেন লজের পর্যটক থেকে কর্মী সকলেই। তবে বেশিদিন কুকুর দিয়ে দমানো যায়নি হিংস্র কুমিরদের। কুমির তাড়াতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রিয় সারমেয় 'পিপ্পা'।


Caught On Camera: সুন্দরের মাঝে আতঙ্কের অবস্থান
অ্যাডিলেড নদীর পাশে গোট দ্বীপে ঘটেছে এই ঘটনা। যেখানে লজের বাগানে ঢুকে পড়েছে বড় আকারের এক কুমির। লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত এই দ্বীপ। যেখানে দিনের বেলাতেও পাবেন নিস্তব্ধ অনুভূতি। তাই বার বার এই দ্বীপে আসেন বহু পর্যটক। যেখানে খাবারের সন্ধানে মানুষের দিকে তেড়ে যায় কুমির।


Crocodile Attack: মানুষে-কুমিরে লড়াই
সেদিনও সেই একই ঘটনা ঘটেছিল। বাগানে কুমির দেখেই সিড়ি দিয়ে নেমে আসেন পাবের মালিক হ্যানসেন। প্রিয় পোষ্যকে হারানোর জ্বালা ভুলতে পারেননি তিনি। তাই ভয় না পেয়ে সোজা চলে যান কুমিরের কাছে। হ্যানসেনকে দেখেই হামলা করতে গেলে পাল্টা আক্রমণ করেন পাব মালিক। হাতের 'ফ্রাইং প্যান'টা দিয়ে জোরে মাথায় মারেন কুমিরের। তাতে আরও আগ্রাসীভাবে ছুটে আসে ওই সরীসৃপ। ভয় না পেয়ে এবার আরও জোরে মাথায় আঘাত করেন হ্যানসেন। মাথায় দু-ঘা খেতেই এবার আর দেরি করেনি ওই সরীসৃপ। উল্টো পথ ধরে সোজা বাগান থেকে পালিয়ে যায় জলে।


Viral Video: কুমিরের মাথায় মানুষের ঘা
সম্প্রতি হ্যানসেনের সঙ্গে কুমিরের লড়াইয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটবিশ্বে। যা নিয়ে প্রচুর মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ এই লড়াইকে অসম সাহসের উদাহরণ দিলেও হাসি তামাশা করতে ছাড়ছেন না অনেকেই। কেউ লিখেছেন, 'এবার থেকে অস্ত্রের ভাণ্ডারে ফ্রাইং প্যানকে জায়গা দিলাম।' কেউ আবার বলেছেন, 'কুমিরের দ্রুত উল্টো পথ ধরার কারণ ওর মাথায় ঘা। এখনও কুমিরের মাথা ভনভন করছে নিশ্চয়ই।'


Viral Video: নেট দুনিয়ায় ভাইরাল ভিডিয়ো
ইতিমধ্যেই Airborne Solutions Helicopter Tours-এর ফেসবুক পেজে আপলোড করা হয়েছে এই ভিডিয়ো। এরই মধ্যে 2.3 মিলিয়নের বেশি ভিউ 5.5k মন্তব্য ও 7.4k লাইক পেয়েছে এই ভিডিয়ো। সাহসিকতার জন্য নিউজউইকের শিরোনামে চলে এসেছেন কাই হ্যানসেন। তবে প্রচারের আলোয় চলে এলেও সেসব ততটা ভাবাচ্ছে না হ্যানসেনকে। এখনও তাঁর মনে পড়ছে প্রিয় পোষ্যের কথা। মালিককে রক্ষা করতে কুমিরের সঙ্গে লড়াইয়ে নেমেছিল যে সারমেয়। 


আরও পড়ুন : Optical Illusion: কতগুলি প্রাণী রয়েছে এই ছবিতে? দেখুন তো কত দ্রুত উত্তর দিতে পারেন আপনি!