নয়া দিল্লি: 'Fiery Chicken' এ নাম আমরা অনেকেই শুনেছি। তবে তা মেনুর পদ হিসেবে। অনেক সময় তন্দুরি চিকেনকেও এই নাম দেওয়া হয়। মুরগির গায়ে মশলা মাখিয়ে আগুনে পোড়ানো হয়, কিন্তু তা বলে মুরগির মুখ দিয়েই বেরচ্ছে আগুন! একবার নয় একাধিক বার! যা দেখে তো তাজ্জব বনেছেন নেটিজেনরা। 


এই অদ্ভত ঘটনাটি ঘটেছে কর্ণাটকের সাকলেশপুরে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মরা মুরগি পড়ে আছে। সেই মুরগির পেটে চাপ দিতেই মুখ দিয়ে আগুন বেরচ্ছে। এমন অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেট নাগরিকদের কমেন্ট থেকে জানা যাচ্ছে ওই মুরগির যে মালিক তার নাম রবি। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)।                  


যারা দেখেছেন সামনে থেকে তাঁদের অনেকে অবশ্য বলেছেন মুরগির পেটে চাপ দিতেই মুখ দিয়ে এমনভাবে আগুন বেরতে শুরু করে। যা দেখে অনেকেই তাজ্জব বনেছেন। 


ইতিমধ্যেই ভিডিওটি প্রায় কয়েক লক্ষ লক্ষ ভিডিও হয়েছে। সেই ভিডিও পোস্টে বলা হয়েছে, এভাবে কোনও মরা মুরগির মুখ থেকে আগুন বেরতে পারে? এটা বোধহয় কোনও বানানো ভিডিও। যদিও বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে মুরগির মালিক রবি এই গোটা ঘটনাটির তদন্ত দাবি করেছেন। কেন তার মরে যাওয়া মুরগির মুখ থেকে এমন আগুন বেরচ্ছে তা খতিয়ে দেখার দাবিও করেছেন। 






আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!


নেটিজেনদের অনেকের মত, হয়তো মুরগির দেহে আগে কিছু ইনজেক্ট করা হয়েছিল। যার জন্য প্রাণীটির মৃত্যু ঘটে। পাশাপাশি দাহ্য পদার্থ মুখ দিয়ে বেরিয়ে আসছে। সেই সময় বাইরে থেকে কেউ আগুন ধরতেই এমন ঘটনা ঘটছে। যদিও এই তথ্য ও ভিডিওর সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।  


                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে