কলকাতা: লটারি জেতা মোটেও সহজ নয়। ভাগ্যের সাহায্য যেমন প্রয়োজন তেমন যারা নিয়মিত লটারি খেলে থাকেন তাঁরা বেশ কিছু নিয়ম ও ট্রিকসও জানেন। যদিও সবটাই নির্ভর করে খেলার উপর। তবে সম্প্রতি এক কাণ্ড ঘটিয়েছেন এক যুগল। তিন সপ্তাহের মধ্যে দু'বার লটারি জিতে রেকর্ড করলেন স্বামী-স্ত্রী।  


এই লটারি জিতেই নিজেদের ভাগ্য আমূল বদলে দিলেন তাঁরা। দু'বার মিলিয়ে প্রায় ৩৩ লক্ষের বেশি টাকা জিতে নিয়েছেন ওই দম্পতি। তিন মাস আগেই একটি বাড়ি কিনেছিলেন তাঁরা। এরপর অর্থনৈতিকভাবে কিছুটা চাপেই ছিলেন তাঁরা। সেই সময়ই সিদ্ধান্ত নিয়েছিলেন লটারি খেলার। ভাগ্য হোক কিংবা খেলার পদ্ধতি- জোড়া সুবিধায় এক ঝটকায় লাখপতি হন ওই যুগল। 


জানা গিয়েছে নেইল এবং তাঁর স্ত্রী হেয়লে একটু বুদ্ধি খাটিয়ে এই লটারি জিতে যান। লটারি জিতে অবশ্য তাঁরা নিজেরাও বিশ্বাস করতে পারছেন না। প্রথমবার অবশ্য সামান্য কিছুটা টাকা পেয়েছিলেন তাঁরা। তবে বিশ্বাস হারাননি। এরপর আবার তাঁরা লটারি খেলেন। সেই সময়ই জেতেন কয়েক লক্ষ টাকা।                                  


কী ট্রিকস ব্যবহার করেছিলেন তাঁরা? 


নিজেরা একা এই লটারি খেলেননি। তাঁরা জানতে পেরেছিলেন এই লটারি খেলা হয় তাঁদের অঞ্চলেই। ফলে তাঁরা বুদ্ধি করে তাঁদের পাড়ার সকলকে লটারি খেলতে আহ্বান জানান। তাঁদের মনে হয়েছিল সকলেই যদি এই লটারি খেলে তাহলে কেউ না কেউ তো জিতবেই। সেই টাকা তখন নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নিতে পারবেন তাঁরা। 


আরও পড়ুন, খাঁচা টপকে রয়েল বেঙ্গলকে খোঁচানোর চেষ্টা! বাঘের মুখ থেকে কোনক্রমে প্রাণে বাঁচলেন মহিলা


মোট ১৮টি পরিবার এই লটারি খেলেছিল। সব মিলিয়ে ওই পরিবারগুলি জিতেছেন ৫ কোটি ৯৭ লক্ষ টাকা। সকলেই সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। এর ফলে প্রতিটি পরিবার কয়েক লক্ষ টাকা করে জিতেছে। 


এই টাকা নিয়ে অনেকেই ঘুরতে যেতে চেয়েছেন বলে জানা গিয়েছে। নিজেদের অনেক প্রয়োজন এই টাকায় মিটিয়ে নেবে বেশ কিছু পরিবার, জানান হয়েছে এমনটাও।           
  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে