Viral Video: জঙ্গল সাফারি মানে বেশ রোমাঞ্চকর অভিযান। ঘন জঙ্গলের মধ্যে জিপে চড়ে এগিয়ে যাওয়ার পথে দর্শন পাওয়া যায় বিভিন্ন বন্য প্রাণের। তবে এই জঙ্গল সাফারি যে বেশ ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি তারই নিদর্শন পাওয়া গিয়েছে একটি ভাইরাল ভিডিওতে (Viral Video)। ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি সাফারি জিপকে ধাওয়া করেছে এক দাঁতাল হাতি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন সাফারি জিপে থাকা পর্যটকরা। এই ভাইরাল ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। নেটিজেনদের প্রায় সকলেই এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন। যেভাবে হাতিটি সাফারি জিপের সামনে থেকে তাড়া করেছিল তা দেখে এটা স্পষ্ট যে কোনও কারণে ওই দাঁতাল হাতিটি সাংঘাতিক ভাবে ক্ষেপে গিয়েছিল।


 






বিকট শব্দ করে ডাকতে ডাকতে শুঁড় উঁচিয়ে সাফারি জিপের সামনের দিক থেকে তাড়া করেছিল হাতিটি। জিপের চালক অবশ্য বেশ কায়দা করে গাড়ি পিছিয়ে আনছিলেন। কিন্তু স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি যত পিছনের দিকে আনা হচ্ছিল, তত দ্রুত বেগে ধেয়ে আসছিল হাতিটি। একসময় একদম জিপের কাছে এসে পড়েছিল ওই ক্ষেপে যাওয়া দাঁতাল হাতিট। মনে হচ্ছিল যেন পরমুহূর্তেই শুঁড়ে গাড়িটিকে পেঁচিয়ে এক আছাড় মারবে। তবে এ যাত্রায় শেষরক্ষা হয়েছে। বেশ কিছুক্ষণ সাফারি জিপটিকে সামনের দিকে থেকে তাড়া করে আসার পর নিজে থেকেই জঙ্গলের দিকে ঢুকে যেতে দেখা গিয়েছে হাতিটিকে। তাঁকে সরে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাফারি জিপে বসে থাকা পর্যটকরা। এই ভাইরাল ভিডিও সত্যিই শিউরে ওঠার মতো। কারণ একচুল এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ হয়ে যেতে পারত। কিন্তু এ যাত্রায় ভাগ্য সহায় থাকার কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই সাফারি জিপে থাকা পর্যটকরা।


৩২ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওর ভিউ ইতিমধ্যেই আড়াই লক্ষ পার হয়েছে। অসংখ্যবার রিটুইট হয়েছে এই ভিডিও কমেন্ট সেকশনে জমেছে ট্যুইটারিয়ানদের বিভিন্ন বার্তা। ক্রমশ ভিউ বাড়ছে এই ভাইরাল ভিডিওর।


আরও পড়ুন- একদল জেব্রার মাঝে পরে প্রায় পিষ্ট সিংহী! কী হল তারপর?