কলকাতা: আড্ডা হবে অথচ চা হবে না, সেটা তো হয় না! চা (Tea)-এর কাপে তুফান ওঠে এই আড্ডাতেই। সকালে উঠে এক কাপ চা না হলে তো সকালই শুরু হয় না। তাই এটা শুধু পানীয় নয়, চা-প্রেমীদের কথায়, 'এটা ইমোশন'। কিন্তু সেই চা-এ ফিউশন করতে গিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
উত্তরাখণ্ডের হলদওয়ানির একজন ফুড ব্লগার কবিতা রাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, ভিডিওটিতে একটি নারকেলের খোলায় চা তৈরির রেসিপি দেখানো হয়েছে। ক্লিপটি শুরু হয় রাইয়ের একটি ক্লোজ-আপ শট দিয়ে। যেখানে গ্যাসের আঁচে একটি পরিষ্কার নারকেলের খোলা রাখা হয়। তিনি সেখানে চা পাতা, জল এবং চিনি দেন।
এই চা বানানো দেখে অনেকেই নাক সিঁটকেছেন। যদিও ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৮৮ লক্ষ জন দেখেছেন। অনেকে বলেছেন নারকেলের খোলা ব্যবহার করলে ভয়ঙ্কর বিপদও হতে পারে। এক ইউজার বলেছেন, তাঁর বাড়িতে তাঁর মা যদি দেখেন তিনি এমন নারকেলের খোলা ব্যবহার করে চা করছেন, মারধর করে তাঁকে বাড়ি দেখে বের করে দেবে।
আরও পড়ুন, ক্ষতিকরক রশ্মির হাত থেকে বাঁচতে ঘুঁটে দিয়ে বাড়ি ঢাকুন! জানাল গুজরাতের এক আদালত