Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গিয়েছে বিয়ের আসরে বরের বন্ধুরা তাঁকে চমক দেওয়ার জন্য শাড়ি পরে হাজির হয়েছে। বর ছিলেন ভারতীয়। তাঁকে চমক দিতেই তাঁর দুই বিদেশি বন্ধু শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে হাজির হয়েছিলেন বিয়ের আসরে। শিকাগোর রাস্তায় হেঁটেছেন ওই দুই যুবক। তাঁদের শাড়ি পরে শিকাগোর রাস্তায় হাঁটার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার প্রায় সব মাধ্যমে। এই ভিডিও দেখে বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা। ওই দুই যুবকের সারপ্রাইজ দেওয়ার ধরন দেখে অবাকও হয়েছেন সকলে।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। সেখানে বর বিয়ের আসরে এসেছেন কফিনবন্দি হয়ে। আর তাই নিয়ে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন। কারণ ইতিমধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। বর নিছক মজা করে এমনটা করলেও নেটিজেনদের অনেকেই বিষয়টা মোটেই মজাচ্ছলে নিতে পারেননি। ওই যুবকের তীব্র সমালোচনা করেছেন তাঁরা। এভাবে চমক দেওয়ার কোনও প্রয়োজন নেই। এমন আচরণ মোটেই স্বাভাবিক নয় বরং বেশ বিরক্তিকর বলেও মন্তব্য করেছেন অনেকে। বিয়ের মতো একটি আনন্দ অনুষ্ঠানে কীভাবে ওই বর কফিনবন্দি হয়ে পৌঁছলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন উদ্ভট মজা করার কোনও কারণও খুঁজে পাননি নেটিজেনরা। 

দেখে নিন সেই আজব ভাইরাল ভিডিও

 

প্রথমে এই ভিডিও টিকটকে শেয়ার করেছিলেন একজন। তারপর তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ইউটিউবেও ভাইরাল হয়েছে এই ভিডিও। নিউ ইয়র্ক পোস্টের একটি রিপোর্টে সূত্রে জানা গিয়েছে যে এই কাণ্ড ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাড়ি থেকে নামানো হয়েছে কালো রঙের কফিন। সেটা বয়ে নিয়ে এসেছেন বরের কয়েকজন বন্ধ যাঁরা বরপক্ষের হয়ে ওই বিয়ের আসরে হাজির হয়েছিলেন। এরপর কফিন মাটিতে নামিয়ে রেখে রীতিমতো ফটো সেশন চলেছে। নেটিজেনদের অনেকেই বলেছেন এই ভিডিও দেখে প্রথমে তাঁরা বিষয়টা বুঝতেই পারেননি। অনেক পরে বুঝেছেন যে মজা করে বর কফিনে চড়ে বিয়ে করতে এসেছেন। আর তারপরেই শুরু হয়েছে ক্ষোভ বর্ষণ। নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ওই ব্যক্তি। তবে এত কিছুর মধ্যেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই ১৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। 

আরও পড়ুন- বছরের প্রিয়তম 'password'! চমকে উঠবেন তালিকায়