কলকাতা: বিয়ের দিনটিকে বর-কনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। সিনেমার মতো হবে গোটা অনুষ্ঠানটি এমন চিন্তাভাবনা থাকে অনেকেরই। বর-কনের গ্র্যান্ড এন্ট্রি থেকে বিয়ের আচারে এখন চমকই চমক রেখে থাকেন অনেকেই। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিয়ে করতে বসেও মোবাইলেই আটকে রয়েছেন বর। বিয়ের আচারের মধ্যেই বসে বসে ফোনে শেয়ার ট্রেডিং করে চলেছেন পাত্র। 


শেয়ার ট্রেডিং যারা করে দেখেন, সব সময়ের জন্যই স্টক, বন্ড, শেয়ারের ওঠানামায় নজর রাখতে হয়। কোন সময় কী বিক্রি করলে বা কী কিনলে লাভ হবে তা নিয়ে চর্চা চলতেই থাকে। সাম্প্রতিক সময়ে যুবকদের মধ্যেও ট্রেডিং প্রবণতা দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @tradingleo.in-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শেরওয়ানি পরিহিত পাত্র বসেছেন বিয়ে করতে। পাশে বসে আছেন পাত্রী। সামনে চলছে বিয়ের সব রীতি। সেখানে বসেই শেয়ার ট্রেডিং করে চলেছেন পাত্র।                                                       


ভিডিওটি শ্যুট করা হয়েছে একেবারে পিছন থেকে। বরের ফোনের স্ক্রিনে জুম করতেই দেখা যায় স্টক মার্কেটের ওঠানামা ট্র্যাক করছেন পাত্র।  






এই ভিডিওটি পোস্ট করতেই হু হু করে ভাইরাল হয়েছে এটি। ইতিমধ্যেই ১১ লক্ষ ভিউজ অতিক্রম করেছে এটি। নেটিজেনরা এক এক জন এক এক রকমের মন্তব্য করেছেন। একজন নেট নাগরিক মন্তব্য করেছেন, বিয়ের খরচ বিয়ে করতে বসেই তুলছেন পাত্র। আরেক নেটিজেন বলেছেন, বর একেবারেই ব্যবসায়ী মানসিকতার। বিয়ের সময়ও ব্যবসা-টাকার কথা ভেবে চলেছেন। আরেক নেটিজেনের কথায়, বিয়ে বাতিল হলে হোক, ব্যবসা বাতিল হলে হবে না। 


আরও পড়ুন, 'সরকারি চাকরি করা পাত্রই চাই', বিয়ের মঞ্চে বসেই লাখপতি ইঞ্জিনিয়ারকে বাড়ি ফেরালেন কনে!



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে