Viral Video: এ এক আজব দুনিয়া। মাঝে মাঝে কিছু ঘটনা দেখলে মনে হতে বাধ্য যে এই দুনিয়ায় সবই সম্ভব। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটেছে যা তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। বিয়ে ভেঙে যাওয়ার ১২ বছর প্রথম স্ত্রী-র বিয়ে দিয়েছেন তাঁর প্রাক্তন বর, তাও আবার ওই মহিলার প্রেমিকের সঙ্গেই। নিজে হাতে করেছেন সমস্ত আয়োজন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম। বিহারের সিরসা এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, এই মহিলা এবং তাঁর প্রাক্তন স্বামী ১২ বছর আগে প্রেম করেই বিয়ে করেছিলেন। কিন্তু 'লাভ ম্যারেজ'- এর পরেও মহিলা প্রেমে পড়েছিলেন অন্য এক ব্যক্তির। জানা গিয়েছে, এই মহিলার ৩ সন্তান রয়েছে। আর তিনি যাঁর প্রেমে পড়েছেন তাঁরও রয়েছে ২ সন্তান। ১২ বছর সংসারের পর মহিলার প্রেমের খবর জানতে পেরে তাঁর প্রথম স্বামীই নতুন করে বউয়ের বিয়ের আয়োজন করেছেন। বিশ্বাস না হলেও, এমনটাই হয়েছে। 



সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের তরফে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ বলছেন, একটা প্রেমের পরিণতি হল, অন্য একটা প্রেমের সম্পর্ক ভেঙে। কেউ বা বলছেন প্রেমের সম্পর্কে এমন ট্যুইস্ট আগে দেখেননি। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মহিলার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন তাঁর দ্বিতীয় স্বামী। মহিলার প্রথম স্বামীর সিদ্ধান্তে নেটিজেনদের অনেকেই খুশি। তাঁরা বলছেন, একেই বোধহয় বলে প্রকৃত ভালবাসা। উনি নিশ্চয় স্ত্রী-কে খুবই ভালবাসেন। তাই তাঁর নতুন ভালবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়াননি। ত্যাগই তো আসল ভালবাসা। তবে নেটিজেনদের অনেকেই আবার এই গোটা বিষয়টাই বেশ ক্ষুব্ধ। আবার মজা করে অনেকে লিখেছেন ডিভোর্সের পরে খোরপোশ দেওয়ার জাল থেকে বাঁচতেই এমন পদ্ধতি নিয়েছেন ওই ব্যক্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রাক্তন স্ত্রী-র বিয়েতে উপস্থিত রয়েছেন প্রথম স্বামী। সেই সঙ্গে তিনি এও বলছেন যে আগামী দিনে যদি কোনও সমস্যা হয় তাহলে নতুন দম্পতিই তা সামলাবেন। 




আরও পড়ুন- হাত ফস্কে প্রণামী বাক্সে আইফোন, 'দেবোত্তর সম্পত্তি' বলে ফেরাল না মন্দির ! 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।